মুম্বইয়ে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। এদিকে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেম্বুর এলাকায় মনোরেল বাতাসে আটকে যায়। যাত্রীরা ট্রেনের ভেতরে আটকা পড়েন। বিষয়টির গুরুত্ব দেখে ক্রেনের সাহায্যে ভেতরে আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দ্রুত উদ্ধার অভিযান চলছে। বিএমসি জানিয়েছে, এই মুহূর্তে ট্রেনে প্রায় ১৫০ জন আটকা পড়েছেন, তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।