২০২৩ এ শুরু হয়েছিল মণিপুর হিংসা৷ তারপর থেকে বিরোধীরা একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরে না যাওয়া নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা৷ অবশেষে, দু’বছর পরে সেই মণিপুরে পা রাখলেন মোদি৷ দিলেন শান্তির বার্তা৷ জানালেন, স্থায়িত্ব, বিচার এবং সত্য না থাকলে কোনও জায়গার উন্নতিসাধন সম্ভব হয় না৷ পাশাপাশি, শনিবার মণিপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী