আষাঢ় মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে জীবনে একজন গুরুর গুরুত্ব ঠিক কোথায় নিহিত, তা বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, গুরু পূর্ণিমায় গুরুর আশীর্বাদ পেলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এর পাশাপাশি, এই দিনটিকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয়ে থাকে। কারণ বলা হয় যে এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল, যিনি মহাভারত মহাকাব্য রচনা করেছিলেন। এই বছরের গুরু পূর্ণিমায় এক অতীব শুভ যোগ তৈরি হচ্ছে।