তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির৷ মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে৷ মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ তাজউদ্দিন (৪৯)৷ তিনি কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷ এ দিন কাজে যোগ দিতে যাওয়ার সময়ই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটির দিকে আসছিল তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়৷