
দক্ষিণবঙ্গে ফের চড়ল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। বেলা বাড়তেই উধাও শীতের আমেজ। আগামী ৫-৭ দিন পারদের ওঠা-নামা চলবে। পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও থাকবে। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি থাকবে। কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ, বৃহস্পতিবার ঘন কুয়াশা সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারি দু-এক জায়গায়। আগামিকাল, শুক্রবারও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।