
Supreme Court : কী করে সন্তান নিয়ে পালালেন Russian চর ভিক্টোরিয়া বসু? Delhi Police কে তীব্র ভর্ৎসনা। লুক আউট নোটিস থাকা সত্ত্বেও চার বছরের শিশুপুত্রকে নিয়ে কী করে দেশ ছাড়লেন রাশিয়ারি নাগরিক ভিক্টোরিয়া বসু? আদালতের নির্দেশ সত্ত্বেও কার গাফিলতিতে এই ঘটনা ঘটল? এই প্রশ্ন তুলে দিল্লি পুলিশকে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷ শুধু দিল্লি পুলিশ নয়, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের ভূমিকারও কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত৷ কূটনৈতিক পদক্ষেপ করে অবিলম্বে শিশুটিকে উদ্ধার করে আদালতের হেফাজতে জমা দেওয়ার জন্যও এ দিন কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ৷ প্রসঙ্গত, সন্তান কার হেফাজতে থাকবে তা নিয়ে চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর সঙ্গে তাঁর রাশিয়ান স্ত্রী ভিক্টোরিয়া বসুর মামলা চলছিল সুপ্রিম কোর্টে৷ আদালতের নির্দেশ মতো সপ্তাহে তিন দিন শিশুটির তার মায়ের কাছে থাকার কথা৷ কিন্তু গত ৭ জুলাই থেকে স্ত্রী ভিক্টোরিয়া এবং তাঁর সঙ্গে থাকা শিশুপুত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সৈকত৷
Last Updated: Aug 01, 2025, 19:26 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST