আগামী সোমবার উপনির্বাচনে জয়ী ছয় বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে৷ বিধানসভায় ছয় বিধায়ককে শপথবাক্য পাঠ করাতে পারেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ গত ২৩ নভেম্বর মাদারিহাট, সিতাই, নৈহাটি, তালড্যাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ ছটি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল৷ এর মধ্যে মাদারিহাট কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল ফলে বিধানসভায় আরও কমেছে বিজেপির বিধায়ক সংখ্যা৷ এর আগে বিধায়কদের শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ ভবনের সঙ্গে টানাপোড়েন তৈরি হয় বিধানসভার৷ যদিও এবার বিধানসভায় বিধায়কদের শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ্যপালের আপত্তি নেই বলেই সূত্রের খবর৷