ঘূর্ণিঝড়ে পরিণত হল বঙ্গোপসাগরে নিম্নচাপ মন্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধে বা রাতে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ বা মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৭ তারিখের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের আকার নিল নিম্নচাপ, রাত পোহালেই স্থলভাগে প্রবেশ শক্তিশালী 'মন্থা'র... বিরাট নিষেধাজ্ঞা, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, দেখুন আপডেট!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷