Barasat Blast: এগরার পরে বারাসত! বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
Last Updated: August 27, 2023, 13:32 IST
Yatri Sathi App: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, বিশেষ সুবিধা দুর্গাপুর-আসানসোলে
Last Updated: November 18, 2025, 20:39 ISTস্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু। নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু।
Last Updated: November 17, 2025, 16:43 ISTবিয়ের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ যাদব। চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ছোটবেলার বান্ধবী বনশিকার সঙ্গে আগেই বাগদান সেরে রেখেছিলেন কুলদীপ। শোনা যাচ্ছে বিয়ের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ছুটির আবেদন জানিয়েছেন তিনি। অর্থাৎ দ্বিতীয় টেস্টে কুলদীপকে ছাড়াই হয়তো দল তৈরি করতে হবে গম্ভীরদের।
Last Updated: November 15, 2025, 17:07 ISTওড়িশার কটকে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। বিখ্যাত বলিউড গায়িকার শোতে হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অত্যাধিক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রোতা। শিল্পী মঞ্চে ওঠার পরই বেড়ে যায় হুড়োহুড়ি, পদপৃষ্ঠের মত পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চেইপ জ্ঞান হারান ২ শ্রোতা, আহত হন একজন। অজ্ঞান ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Last Updated: November 15, 2025, 14:25 ISTবিহার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক মাধ্যমে রাহুল গান্ধি লেখেন,”আমি বিহারের সেই কোটি কোটি ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা মহাজোটের উপর আস্থা রেখেছেন। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি। এই লড়াই হল সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস পার্টি এবং INDIA জোট এই ফলাফলের গভীর পর্যালোচনা করবে এবং গণতন্ত্র বাঁচানোর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”
Last Updated: November 15, 2025, 13:45 IST