
Bangladesh s textile industry in big trouble know details: বাংলাদেশের বস্ত্র শিল্পে চারদিক থেকে চাপ, আর সামনে শুধু অনিশ্চয়তা। মূল সংকটটা কোথায়? সুতো। ভারত আর চীন থেকে বিপুল পরিমাণ সুতো শুল্ক ছাড়াই ঢুকছে বাংলাদেশে। বন্ডেড ওয়্যারহাউসের সুবিধায় এই আমদানি পুরোপুরি বৈধ। কিন্তু এর জেরে দেশীয় স্পিনিং মিলগুলোর সুতো বিক্রি হচ্ছে না। ইতিমধ্যেই ৫০টির বেশি মিল বন্ধ। হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। অনেক মালিক ব্যাংকের কিস্তি দিতেই পারছেন না। হাসিনা সরকার পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। স্থলপথে বাণিজ্য কার্যত বন্ধ। ভারত থেকে আসা বিদ্যুৎও কমেছে। ফলে কারখানাগুলোতে বিদ্যুৎ নেই, উৎপাদন থমকে। এটা কি শুধু শিল্প সংকট? নাকি সামনে আরও বড় সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত?