
Iran Israel Ceasefire : ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি: কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ডাক ট্রাম্পের। ইজরায়েল সাড়া দিলেও ইরানের দাবি—জয় তাদের, ইজরায়েল হয়েছে পরাস্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় জানান, ইরান-ইজরায়েল সংঘর্ষে অবিলম্বে যুদ্ধবিরতি পালন করতে হবে। কাতারে অবস্থিত মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর এই যুদ্ধবিরতির ডাক দেন ট্রাম্প।যুদ্ধবিরতি না যুদ্ধবিরতির মুখোশ? ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িকভাবে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা করলেও বাস্তবে সংঘর্ষ থেমে নেই। বরং, এই ‘শান্তি’র আড়ালেই চলছে পরস্পরের দিকে অভিযোগ ও প্রস্তুতির পালা। প্রশ্ন উঠছে—আদৌ কি এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি আরেকটি জ্বলন্ত অস্থিরতার সূচনা? ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘Truth Social’-এ লেখেন, “ISRAEL. DO NOT DROP THOSE BOMBS. IF YOU DO, IT IS A MAJOR VIOLATION. BRING YOUR PILOTS HOME, NOW!” এই বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ইজরায়েল যাতে পাল্টা হামলায় না যায়, সে বিষয়ে তিনি কড়া অবস্থান নিচ্ছেন। ইজরায়েলের সাড়া ও ইরানের জয়ের দাবি ইজরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় বটে, কিন্তু পরিস্থিতি থেমে নেই। ইজরায়েল অভিযোগ করেছে, যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যেই ইরান ফের মিসাইল হামলা চালিয়েছে। এর জবাবে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাঝ বলেন, “আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি, তেহরানের হৃদয়ে শক্তিশালী পাল্টা হামলা চালানো হোক।”
Last Updated: Jun 24, 2025, 23:09 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST