TRENDING:

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেও থেমে নেই উত্তেজনা! মধ্যস্থতা আদৌ মানছে ইরান বা ইজরায়েল? আদৌ কার্যকর এই যুদ্ধবিরতি?

Last Updated : বিদেশ
Iran Israel Ceasefire : ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি: কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ডাক ট্রাম্পের। ইজরায়েল সাড়া দিলেও ইরানের দাবি—জয় তাদের, ইজরায়েল হয়েছে পরাস্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় জানান, ইরান-ইজরায়েল সংঘর্ষে অবিলম্বে যুদ্ধবিরতি পালন করতে হবে। কাতারে অবস্থিত মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর এই যুদ্ধবিরতির ডাক দেন ট্রাম্প।যুদ্ধবিরতি না যুদ্ধবিরতির মুখোশ? ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িকভাবে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা করলেও বাস্তবে সংঘর্ষ থেমে নেই। বরং, এই ‘শান্তি’র আড়ালেই চলছে পরস্পরের দিকে অভিযোগ ও প্রস্তুতির পালা। প্রশ্ন উঠছে—আদৌ কি এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি আরেকটি জ্বলন্ত অস্থিরতার সূচনা? ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘Truth Social’-এ লেখেন, “ISRAEL. DO NOT DROP THOSE BOMBS. IF YOU DO, IT IS A MAJOR VIOLATION. BRING YOUR PILOTS HOME, NOW!” এই বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ইজরায়েল যাতে পাল্টা হামলায় না যায়, সে বিষয়ে তিনি কড়া অবস্থান নিচ্ছেন। ইজরায়েলের সাড়া ও ইরানের জয়ের দাবি ইজরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় বটে, কিন্তু পরিস্থিতি থেমে নেই। ইজরায়েল অভিযোগ করেছে, যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যেই ইরান ফের মিসাইল হামলা চালিয়েছে। এর জবাবে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাঝ বলেন, “আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি, তেহরানের হৃদয়ে শক্তিশালী পাল্টা হামলা চালানো হোক।”
Advertisement
বাংলা খবর/ভিডিও/বিদেশ/
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেও থেমে নেই উত্তেজনা! মধ্যস্থতা আদৌ মানছে ইরান বা ইজরায়েল? আদৌ কার্যকর এই যুদ্ধবিরতি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল