সকালে গ্রেফতার, সন্ধের আগেই জামিন৷ শেষ পর্যন্ত এক রাতও জেলে কাটাতে হল না পুষ্পা টু খ্যাত অভিনেতা অল্লু অর্জুনকে৷ পুষ্পা ছবির প্রিমিয়ারে হায়দ্রাবাদে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এ দিনই অল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ৷ নিম্ন আদালতে পেশ করলে অভিনেতার ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশও দেন বিচারক৷ কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তেলঙ্গানা হাইকোর্টে আবেদন করেন অল্লু অর্জুন৷