Last Updated : নির্বাচন Lok Sabha Election 2024 : সুনীল প্রান্তিক চাষী। মুলি বাঁশের বেরার ঘরে বসবাস করেন। পাটকাঠির ঘেরা রান্না ঘরে কাঠের উনুনে রান্না করেন সুনীলের স্ত্রী সরস্বতী হালদার। পরিপাটি করে খেতে দেন বাম প্রার্থীকে। টকের ডাল আলু ভাজা ডিমের ডালনা দিয়ে অতিথি আপ্যায়ন করেন। সিপিআইএম প্রার্থীকে বাড়িতে খাইয়ে কেঁদে ফেললেন মহিলা।