Trump Tariffs | আচ্ছা আপনি যদি হঠাৎ করে শোনেন, সপ্তাহে অন্তত তিনদিন আপনার পাতে গলদা বা বাগদা চিংড়ি জুটছে, কেমন লাগবে? আপনি যদি বাজারে গিয়ে দেখেন রুই আর কাতলার দামেই মিলছে গলদা চিংড়ি, তখন কেমন লাগবে? বা ধরুন রেস্তোঁরায় গিয়ে ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি বা এইসা বড় সাইজের লবস্টার অবলীলায় অর্ডার করতে পারছেন পকেটের কথা না ভেবেই তখন নিশ্চয়ই ভাল লাগবে। মহাশয় ট্রাম্পের দৌলতে অন্তত কিছুদিনের জন্য হলেও বাঙালি চুটিয়ে চিংড়ি খেতে পারবে। কেন জানেন, ট্রাম্পের শুল্ক-খাঁড়ার কোপে চিংড়ি রফতানির বাজারে ধস নেমেছে। আর তারই ধাক্কায় ৬০ হাজার কোটি টাকা লস।