
১৫ অগস্ট লালকেল্লা থেকেই GST হারে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, দীপাবলির আগেই বড় উপহার পাবেন দেশবাসী। এর পরে বুধবার নতুন GST হার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman । উৎসবের মরশুমের আগেই বড় সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের। এখন থেকে আর থাকছে না ১২% ও ২৮%-এর স্ল্যাব। শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। লটারি, তামাকজাত ও বিলাসবহুল দ্রব্য়ে ৪০ শতাংশ GST বসছে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় সুবিধা মিলবে বলে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তেল, শ্যাম্পু, সাবান, রান্নার জিনিস, টুথব্রাশ, টুথপেস্ট থেকে শুরু করে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি কমে ৫%। যা যা ১২ ও ১৮ শতাংশের স্ল্যাবে ছিল, সব নেমে এল ৫ শতাংশে।
Last Updated: Sep 04, 2025, 17:29 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST