
বেশির ভাগ খাদ্যপণ্যের দাম কমলেও বাড়ছে কিছু জিনিসের দাম। ৫৬তম GST কাউন্সিল মিটিংয়ের পরে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “একটি বিশেষ রেট আছে যা ৪০%। প্রায় সমস্ত পণ্য ১৮% এবং ৫% এর মধ্যে। একটি বিশেষ রেট আছে যা শুধুমাত্র পাপ এবং সুপার বিলাসবহুল পণ্যের জন্য। সেই বিশেষ রেট ৪০% প্রস্তাবিত হয়েছে এবং এটি অনুমোদিত হয়েছে এবং এটি শুধুমাত্র পান মসলা, সিগারেট, গুটকা এবং অন্যান্য তামাকজাত পণ্য যেমন চিবানোর তামাক, জর্দা, অপরিশোধিত তামাক এবং বিড়ির জন্য প্রযোজ্য হবে।” সূত্রের খবর, ৩৩টি জীবনদায়ী ওষুধের দাম কমবে। এর আগে পণ্য ও পরিষেবা করের কাঠামোয় সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ব্যক্তিগত জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা থেকে জিএসটি প্রত্যাহারের পথে কেন্দ্র এগোতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে।
Last Updated: Sep 04, 2025, 11:48 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST