ফিরে এল সংগ্রামপুরের স্মৃতি। ফের চোলাই মদে মৃত্যু। এবার নদিয়ার শান্তিপুরের চৌধুরীপাড়া। এখনও পর্যন্ত এক মহিলা সহ সাতজনের মৃত্যু হয়েছে। চোলাই বিক্রেতা চন্দন মাহাত পলাতক। মদে মিথাইল অ্যালকোহলের মাত্রা বেশি ছিল। তা থেকে বিষক্রিয়ায় মৃত্যু বলে প্রাথমিক অনুমান। এলাকায় বসেছে মেডিক্যাল ক্যাম্প।