Elephant Attack: জঙ্গলের বুক চিড়ে রাস্তা, আচমকাই সামনে যমদূতের মতো হাজির দাঁতাল! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বয়স্ক ব্যক্তি, জানেন কীভাবে!
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar Elephant News: বুনো হাতির মুখোমুখি হয়েও প্রাণে বেঁচে গেলেন এক বাইক চালক। যদিও তার মোটরবাইকটি পেয়ে হাতি সেটিকে নিয়ে ফুটবলের মতো খেলেছে। বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের জাভাতখাওয়া জঙ্গল এলাকার ঘটনায় চাঞ্চল্য।
advertisement
1/5

রাখে হরি মারে কে! এই কথাই সত্যি হল অলোক গুহ নামের এক ব্যক্তির জীবনে। বুনো হাতির মুখোমুখি হয়েও প্রাণে বেঁচে গেলেন তিনি। যদিও তার মোটরবাইকটি পেয়ে হাতি সেটিকে ফুটবলের মতো খেলেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া জঙ্গল এলাকায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রাজাভাতখাওয়া জঙ্গলের বুক চিড়ে যাওয়া সড়ক দিয়ে যাওয়া যায় আলিপুরদুয়ার শহরে। তবে সন্ধ্যা নামলে এই রাস্তা এড়িয়ে চলেন আলিপুরদুয়ারবাসী। কারণ এই রাস্তা দিয়ে সন্ধ্যের সময়ে দেখা যায় বন্য জন্তুদের চলাচল।
advertisement
3/5
তবে প্রতিদিন বন্য জন্তুর দেখা মেলে, এমনটা নয়। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো এই রাস্তায় চলছিল গাড়ির যাতায়াত। হঠাৎ করেই রাস্তায় দাঁড়িয়ে যায় পরপর গাড়ি। কারণ জানতে গেলে জানা যায় একটি বুনো হাতি ঘুরছে রাস্তা দিয়ে।
advertisement
4/5
বয়স্ক অলোক গুহ বিষয়টি বুঝতে না পেরে মোটরবাইক নিয়ে হাতির সামনে চলে যান। এদিকে সামনে থেকে দাঁতাল হাতিকে দেখে হতচকিত হয়ে পড়েন তিনি। কোনও ক্রমে বাইক দাঁড় করিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
advertisement
5/5
ঘটনাস্থলে ততক্ষণে চলে এসেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীরা। রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক চালকরা দেখেন, হাতি অলোক গুহর বাইকটি সামনে পেয়ে সেটির উপর ক্ষোভ উগড়ে দিল। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: জঙ্গলের বুক চিড়ে রাস্তা, আচমকাই সামনে যমদূতের মতো হাজির দাঁতাল! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বয়স্ক ব্যক্তি, জানেন কীভাবে!