TRENDING:

'আমি চিরকাল তোমার খেয়াল রাখব'....করবা চৌথের ব্রত পালনে বিরাট-অনুষ্কা, দেখুন ছবি

Last Updated:
advertisement
1/5
'আমি চিরকাল তোমার খেয়াল রাখব'....করবা চৌথের ব্রত পালনে বিরাট-অনুষ্কা, দেখুন ছবি
হোয়াট অ্যা ম্যান ৷ দুদিন আগেই বিরাটকে নিয়ে এই মন্তব্য করেছিলেন অনুষ্কা শর্মা ৷ লাগাতর সেঞ্চুরি ৷ মাঠে নামলেই রেকর্ড করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ৷ পরপর তিনটি একদিনের ম্যাচে সেঞ্চুরির নজিরও গড়লেন সম্প্রতি ৷ খেলার ব্যস্ততা ছিল ঠিকই কিন্তু তার মধ্যেই নিয়ম করে পালন করলেন করবা চৌথের ব্রত ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/5
স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত পালন হয় মূলত উত্তর ভারতে ৷ সেই অনুযায়ী বিরাট অনুষ্কাও পালন করলেন এই নিয়ম ৷ চূড়ান্ত ব্যসস্তার মধ্য নিজেদের জন্য সময় বের করে হল বিশেষ এই পুজো ৷ শুধুমাত্র স্বামীর জন্য নয়, একে অপরের জন্যই প্রার্থনা করলেন বিরুষ্কা ৷ বিরাটের জীবনকে অন্যগতি দিয়েছেন অনুষ্কা ৷ তাঁর জীবনে যা শুভ, তাই যেন অনুষ্কার জন্যই, এমনই বরাবর বলেন বিরাট ৷ একই কথা বলেন অনুষ্কাও ৷ করবা চৌথের ব্রত পালনেও সেই ক্যাপশন দিতে ভুল হল না ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/5
অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন অনুষ্কা ৷ বিরাটও নিজের ট্যুরে ব্যস্ত ৷ খুবই কম সময় একে অপরের সঙ্গে কাটাতে পারেন তাঁরা ৷ তবে যেই সময়টা থাকেন একে অপরের সঙ্গে সেটাই কোয়ালিটি টাইম ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/5
মাঝেমাঝে বিরাটের বিদেশ সফরের সঙ্গী হন অনুষ্কা ৷ খেলার ফাঁকে একসঙ্গে দুজনে ঘুরে বেড়ান ৷ বিদেশের মাটিতে হাঁটতে খুব পছন্দ করেন এই জুটি ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/5
প্রেম নিয়ে কোনদিনই খুব বেশি কথা বলেন তিনি বিরাট-অনুষ্কা ৷ বিয়ের আগে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ৷ সেখানেই সারা জীবন একে অপরকে ভাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুজনে ৷ করবা চৌথের ব্রত পালনেও সেই একই প্রতিশ্রুতি করলেন বিরুষ্কা ন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
'আমি চিরকাল তোমার খেয়াল রাখব'....করবা চৌথের ব্রত পালনে বিরাট-অনুষ্কা, দেখুন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল