বৈঠকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের মোট ২২টি জেলা ভার্চুয়ালি যুক্ত থাকবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তরবঙ্গের পুনর্গঠনে ১৬১ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হবে।
‘তোমার দুষ্টু ছেলের তরফে…’ ১০ বছরের ছেলে পকেটমানি জমিয়ে মাকে জন্মদিনে এমনই এক উপহার দিল !
advertisement
লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও
“জি এস টি তুলে দেওয়া উচিৎ” বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “নিজেদের মস্তিস্ক প্রসূত মরুভূমি বৃক্ষ থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার দিয়ে আমাদের শেয়ারের টাকা না দিয়ে বিজেপিশাসিত রাজ্যকে দিচ্ছে। তারা প্রোগ্রামের নাম ঠিক করবে। কে কী পড়বে চাপিয়ে দেবে। কে কী খাবে চাপিয়ে দেবে। রাজ্যের জি এস টি লুট বলছে ঝুট। স্বাস্থ্য বীমার জি এস টি মুকুব করতে গিয়ে সব রাজ্যের থেকে টাকা নিয়ে করেছে। এখন বলেছে ওরা করেছে। আমাদের রাজ্যের জি এস টি ফান্ড থেকে ২০ হাজার কোটি টাকা গেছে। এর জন্য কোনও ক্রেডিট নেই গদ্দার, মীরজাফরদের। এত বড় দার্জিলিংয়ে বিপর্যয় হওয়ার পরেও এক টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি।”