কোথায় সবুজ অ্যানাকোন্ডা! আলিপুর চিড়িয়াখানায় অন্য আরেক সাপ দেখে ফিরতে হচ্ছে দর্শকদের
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
অভিযোগ উঠেছে এখানে সাপগুলির ঠিকঠাক দেখভাল হয়নি। যে কারণে তাদের ওজন ও দৈর্ঘ্য সে ভাবে বাড়ছে না। যে রকম পরিস্রুত জলে রাখার কথা ছিল, তাতে না রাখায় একটির চর্মরোগ হয়। জল পাল্টানোয় চর্মরোগ সারলেও সংক্রমণ থেকে তার চোখের সমস্যা দেখা দিয়েছে।
advertisement
1/6

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায় আসবে সবুজ অ্যানাকোন্ডা। বলাও হয় এই সাপ চলে এসেছে। কিন্তু তারপর থেকে দর্শকরা সাপের দেখা পাচ্ছে না। ফলে কিছুটা হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।
advertisement
2/6
শীতকাল এসে গিয়েছে। ধীরে ধীরে পর্যটক বাড়বে চিড়িয়াখানায়। এর মাঝে কবে দেখা মিলবে এই সাপের সেই কথাও সঠিক ভাবে বলা যাচ্ছেনা। গ্রিন অ্যানাকোন্ডা আসার পর প্রায় চারমাস হয়ে গিয়েছে। তবে তাদের এখনও দর্শকদের সামনে আনা হয়নি। চিড়িয়াখানায় আসার কিছুদিন পর থেকে সবুজ অ্যানাকোন্ডা জুটির একটি রোগে ভুগছে।
advertisement
3/6
প্রথমে চর্মরোগ, এখন চোখের সমস্যা। তাই লোকচক্ষুর আড়ালে রেখে তার চিকিৎসা চলছে। এবং সে কারণে তার জোড়াটিকেও তার সঙ্গে আড়ালে রাখা হয়েছে। গত ৮ অগাস্ট মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা আলিপুরে আনা হয়।
advertisement
4/6
তাদের জন্য নতুন ঘর সাজানো হয়েছে। কোয়ারান্টাইন মেয়াদ কাটিয়ে সেখানে তাদের থাকার কথা। কিন্তু চারমাস পার হয়ে গেলেও সে ঘর এখনও খালি। এদিকে সবুজ অ্যনাকোন্ডা এসেছে শুনে চিড়িয়াখানায় দর্শকরা ভিড় জমাচ্ছেন নয়া অতিথিদের ঘরের সামনে। দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরেও যাচ্ছেন।
advertisement
5/6
অভিযোগ উঠেছে এখানে সাপগুলির ঠিকঠাক দেখভাল হয়নি। যে কারণে তাদের ওজন ও দৈর্ঘ্য সে ভাবে বাড়ছে না। যে রকম পরিস্রুত জলে রাখার কথা ছিল, তাতে না রাখায় একটির চর্মরোগ হয়। জল পাল্টানোয় চর্মরোগ সারলেও সংক্রমণ থেকে তার চোখের সমস্যা দেখা দিয়েছে।
advertisement
6/6
আলিপুর চিড়িয়াখানা অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়েছে। তাদের দাবি একটা সবুজ অ্যানাকোন্ডার চোখের সমস্যা শুরু হতেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পরামর্শমতো চিকিৎসা চলছে। সাড়াও মিলছে। আরও একজোড়া সবুজ অ্যানাকোন্ডা আনার কথা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কোথায় সবুজ অ্যানাকোন্ডা! আলিপুর চিড়িয়াখানায় অন্য আরেক সাপ দেখে ফিরতে হচ্ছে দর্শকদের