আরও পড়ুন: বিরাটের সঙ্গে গম্ভীরের তুমুল অশান্তি! অবশেষে জানা গেল আসল কারণ, কী চাইছেন ভারতের কোচ
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে,মোটর সাইকেল নিয়ে চম্পট দিচ্ছে চোর। তবে বড় রাস্তায় পুলিশের টহলদারি গাড়ি চলে আসায় তারা রাস্তার ধারে মোটর সাইকেল ফেলে চম্পট দেয়। এরপর থেকে রাতপাহারা আরও বাড়িয়েছেন বাসিন্দারা। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেন, “সোনাপলাশি গ্রামের চোরেদের উপদ্রবের কথা শুনেছি, পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে”।
advertisement
সব মিলিয়ে চোরের ভয়ে আতঙ্ক গ্রামে। চুরি আটকাতে এবার গ্রামের লোকই পালা করে রাত পাহারা দিচ্ছেন। এক হাতে টর্চ ও অন্য হাতে লাঠি নিয়ে পালা করে রাতের অন্ধকারে গোটা গ্রাম ঘুরছে গ্রাম্য পাহারাদাররা। নজর রাখতে হচ্ছে শিয়ালের দিকেও, শক্তিগড় থানার সোনাপলাশী গ্রামে শক্তিগড় থানার সিভিক ভলেন্টিয়ার ও গ্রামের যুবকরা হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে।
বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরেই গ্রামে চোরের উপদ্রপ বেড়েছে। কয়েকদিন আগেই গ্রামে বহিরাগতরা ঢুকে একটি বাইক নিয়ে যাবার চেষ্টা করে। সেই ছবি ধরা পড়েছে যা সি সি টিভি ক্যামেরায়। পুলিশ দেখে বাইক ফেলে রেখে চম্পট দেয় তারা। এরপরই গ্রামের লোক পাহারার ব্যবস্থা করে। এলাকার বিধায়কও গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি রাত পাহারা দেবার জন্য প্রয়োজনীয় লাঠি,লাইট সমস্ত কিছু পুলিশকে দেবার জন্য শক্তিগড় থানার পুলিশের সাথে কথা বলেছেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দল থেকে বাদ দুই তারকা! কারা সুযোগ পাবেন?
এ ব্যাপারে বিধায়ক বলেন, এমনিতেই শিয়ালের বাড়বাড়ন্ত বাসিন্দাদের উদ্বেগের মধ্যে রেখেছে। তার ওপর আবার চোরদের উপদ্রব বেড়েছে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাসিন্দারা। তাঁরা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি শক্তিগড় থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে বলেছি। গ্রামবাসীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
