TRENDING:

গম্ভীর কেমন কোচ? মাত্র তিনটি শব্দ সৌরভের মুখে! ভারতের হার নিয়ে বললেন 'বড় কথা'

Last Updated:
Sourav Ganguly on Gautam Gambhir- ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীর কি ব্যর্থ! এই প্রশ্নের উত্তরে সৌরভ শুধু বলে যান- পারফর্ম করতে হবে।
advertisement
1/6
গম্ভীর কেমন কোচ? মাত্র তিনটি শব্দ সৌরভের মুখে! ভারতের হার নিয়ে বললেন 'বড় কথা'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে হতাশ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে মিডিয়া ফুটবল টুর্নামেন্টে উৎসাহ দিতে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার বর্ডার গাভাসকর ট্রফি হার নিয়ে মুখ খোলেন মহারাজ। জানিয়ে দেন, টিম ইন্ডিয়ার এমন ব্যাটিং তিনি আশা করেননি।
advertisement
2/6
পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ এ সিরিজ হেরেছে ভারতীয় দল। প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকলেও তা ধরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। দুটো ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনে। ভারতের ব্যর্থতার পিছনে অন্যতম কারণ হচ্ছে ব্যাটিং। পুরো সিরিজ়ে ভারতের ব্যাটিং ধুঁকেছে, মত সৌরভের।
advertisement
3/6
সৌরভ বলেছেন, ‘টেস্টেএকেবারেই ভাল ব্যাটিং করেনি ভারতীয় দল। টেস্টে ভাল ব্যাট করতে হবে। ইনিংসে ১৭০ থেকে ১৮০ রান করলে টেস্ট জেতা মুশকিল। জিততে গেলে অন্তত ৩৫০ থেকে ৪০০ রান করতে হবে। দলের সবাইকে রান করতে হবে। একজন রান করলে হবে না।’
advertisement
4/6
ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীর কি ব্যর্থ! এই প্রশ্নের উত্তরে সৌরভ শুধু বলে যান- পারফর্ম করতে হবে।
advertisement
5/6
২০২৪ সালে মেন্টর হিসেবে কেকেআরকে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। তারপরই অনেক ঢাক-ঢোল পিটিয়ে গম্ভীরতে ভারতীয় দলের কোচ করা হয়। কিন্তু ভাগ্য কী করে পাল্টে যায় তার প্রকৃত উদাহরণ গৌতম গম্ভীর। জাতীয় দলের কোচ হয়ে আসার পর সেভাবে কোনও সাফল্য এনে দিতে পারেননি গৌতি। যার ফলে তাঁর ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
6/6
শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ছাড়া গৌতম গম্ভীরের কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত তেমন কোনও বড় সাফল্য পাননি। উল্টে ব্যর্থতার তালিকায় ক্রমেই দীর্ঘ হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজো হোয়াইট ওয়াশ হওয়া, সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে সিরিজ হার।
বাংলা খবর/ছবি/খেলা/
গম্ভীর কেমন কোচ? মাত্র তিনটি শব্দ সৌরভের মুখে! ভারতের হার নিয়ে বললেন 'বড় কথা'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল