IND vs SA 1st Test: ফের গম্ভীরের জেদ! একাদশ থেকে বাদ পড়বেন তারকা বোলার? ভারতের বোলিং অ্যাটাকে বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 1st Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। বিশেষ করে টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। বিশেষ করে টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের।
advertisement
2/6
[caption id="attachment_2280242" align="alignnone" width="2560"] ইডেন টেস্টে গৌতম গম্ভীর ও ভারতীয় টিম ম্যানেজমেন্টে কজন স্পিনার খেলাবেন সেটাই এখন দেখার বিষয়। দলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের মত তারকারা রয়েছে। ফলে সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ হবে না।</dd> <dd>[/caption]
advertisement
3/6
প্রথম একাদশের বোলিং অ্যাটাকে পেস বিভাগে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের জায়গা পাকা। ফলে ৩ স্পিনার খেলানোর সম্ভাবনাই বেশি। যদি ৩ জন আলাদা বৈচিত্রের স্পিনার খেলাতে হয় তাহলে এগিয়ে জাদেজা, কুলদীপ, সুন্দর।
advertisement
4/6
[caption id="attachment_2421166" align="alignnone" width="1200"] কিন্তু গম্ভীর বরাবর ব্যাটিং লাইন শক্তিশালী করার পক্ষে থাকেন, অলরাউন্ডার খেলাতে বেশি পছন্দ করে থাকেন। এমনটা হলে ফের একবার দলের বাইরে বসতে হতে পারে কুলদীপ যাদবকে। সেক্ষেত্রে একাদশে থাকবেন অক্ষর প্যাটেল।</dd> <dd>[/caption]
advertisement
5/6
তবে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের বোলিংয়ের ধরন একইরকম। উল্টোদিকে, কুলদীপ চায়নাম্যান রিস্ট স্পিনার। যার বল স্পিন সহায়ক উইকেটে প্রতিপক্ষকে বেশি নাজেহাল করতে পারে।
advertisement
6/6
দক্ষিণ আফ্রিকার অতীত রেকর্ড বলছে, রিস্ট স্পিনারের বিরুদ্ধে বরাবর সমস্যায় পড়েছে প্রোটিয়া ব্যাটিং। সেক্ষেত্রে কুলদীপকে খেলানোই যথার্থ। কিন্তু গম্ভীরের পছন্দ লম্বা ব্যাটিং। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।