Virat Kohli: আইপিএলএ ফের এক বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি, যা কোনও ব্যাটারের নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Create An Unique World Record Against Delhi Capitals In IPL 2025: দিল্লির বিরুদ্ধে ২টি ছয় ও ২টি চারের সাহায্যে মাত্র ২২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। তাতেই এমন এক বিশ্বরেকর্ড গড়লেব বিরাট যা কারও নেই।
advertisement
1/5

ভাল শুরু করেও দিল্লির বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। দল হারলেও একের পর এক বড় রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি।
advertisement
2/5
দিল্লির বিরুদ্ধে ২টি ছয় ও ২টি চারের সাহায্যে মাত্র ২২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। তাতেই এমন এক বিশ্বরেকর্ড গড়লেব বিরাট যা কারও নেই। (Photo Courtesy- AP)
advertisement
3/5
আইপিএলে হাজার বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। চার আর ছয় মিলিয়ে দিল্লি ম্যাচের পর কোহলির বাউন্ডারির সংখ্যা দাঁড়াল ১০০১টি। (Photo Courtesy- AP)
advertisement
4/5
শুধু আইপিএলের ইতিহাসেই প্রথম নয়, বিশ্বের যে কোনও টি-২০ ক্রিকেট লিগে কোনও ব্যাটারের হাজার বাউন্ডারি মারার রেকর্ড ছিল না। যা করলেন কোহলি। (Photo Courtesy- AP)
advertisement
5/5
প্রসঙ্গত এই তালিকায় বিরাট কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৯২০টি চার-ছক্কা মেরেছেন তিনি। তার মধ্যে ৭৬৮টি চার ও ১৫২টি ছক্কা। (Photo Courtesy- AP)