Virat Kohli: দল হারলেও কোহলির ব্যাটে জোড়া বিশ্বরেকর্ড, সচিনের আরও একটি রেকর্ড ভাঙলেন বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ভারত হারলেও বিরাট কোহলির ব্যাট থেকে এল আরও একটি স্মরণীয় ইনিংস। যেই ইনিংসের সুবাদে আরও দুটি বিশ্বরেকর্ড নিজের নামে করলেন বিরাট।
advertisement
1/6

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ভারত হারলেও বিরাট কোহলির ব্যাট থেকে এল আরও একটি স্মরণীয় ইনিংস। যেই ইনিংসের সুবাদে আরও দুটি বিশ্বরেকর্ড নিজের নামে করলেন বিরাট।
advertisement
2/6
বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার বিরাট কোহলি রবিবার, ১৮ জানুয়ারি ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন। তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৩৫টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে ওয়ানডে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন।
advertisement
3/6
৩৭ বছর বয়সী দিল্লির ডানহাতি এই ব্যাটার রবিবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এনবদ্য সেঞ্চুরি করেন।
advertisement
4/6
তবে কোহলির ১০৮ বলে ১২৪ রানের ইনিংসটি শেষ পর্যন্ত ভারতকে জয় এনে দিতে পারেনি। কারণ ভারত ৪১ রানে ভারত ম্যাচটি হেরে যায়। এর ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের প্রথম ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়।
advertisement
5/6
কোহলি এখন পর্যন্ত ৩১১টি ওয়ানডে ম্যাচে ৫৪টি সেঞ্চুরি করেছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকার, যিনি ৪৬৩টি ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি নিয়ে কেরিয়ার শেষ করেন, তিনি সেঞ্চুরি করেছিলেন ৩৪টি ভিন্ন ভেন্যুতে।
advertisement
6/6
কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮৫টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৫৪টি ওয়ানডেতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৭টি ওয়ানডে ও ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন, যা কোনো ব্যাটারের ক্ষেত্রে সর্বোচ্চ।