Shakib Al Hasan No.1 All-rounder: বাংলাদেশের জন্য বিরাট খবর, সাকিব আল হাসান আবার বিশ্বসেরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan: সাকিব আল হাসান গোটা বাংলাদেশকে গর্বিত করলেন আরও একবার।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স এবার একেবারেই ভাল নয়। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও হার। তবে দলের অক নম্বর তারকা সাকিব আল হাসানের পারফরম্যান্সে কোনও খামতি নেই। তাই তিনি আরও একবার বিশ্বসেরা হলেন।
advertisement
2/5
ক্রিকেটপ্রেমীদের অনেকেই এক কথায় মেনে নেবেন, সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। আর সেটা তাঁর ব়্যাঙ্কিং দেখলেই বোঝা যায়। আইসিসির টি-২০ ব়্যাঙ্কিং-এর শীর্ষে সাকিব।
advertisement
3/5
আফগানিস্তানের মহম্মদ নবিকে টপকে আরও একবার এক নম্বর জায়গার দখল নিলেন সাকিব। চলতি টি-২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছেন সাকিব।
advertisement
4/5
টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ২৭৫ রেটিং পয়েন্ট ছিল সাকিবের। আর বিশ্বকাপে তিনি ২০ রেটিং পয়েন্ট সংগ্রহ করলেন। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এখন বিশ্বের এক নম্বর টি-২০ অলরাউন্ডার।
advertisement
5/5
সাকিবের পরে রয়েছেন মহম্মদ নবি। তাঁর রেটিং পয়েন্ট ২৭৫। এদিকে, বিরাট কোহলিকে টপকে গেলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। কোহলি এখন টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় পাঁচে। রিজওয়ান চারে। ডেভিড মালান একে। বাবর আজম দুইয়ে।