৩১ বছর ধরে এই মেয়েকে ভালবাসেন মেসি! ৫-এ প্রেম, ২৫ বছর পর বিয়ে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi love story: ৩১টা বসন্ত ধরে একজনকেই ভালবেসেছেন মেসি। স্বপ্নের মতো তাঁর প্রেমের গল্প।
advertisement
1/6

আজ লিওনেল মেসির বয়স হল ৩৬। জীবনের ৩১টা বসন্ত ধরে মেসি কিন্তু একজনকেই ভালবেসেছেন। ছোট ছেতে স্বপ্ন দেখেছেন, সেই মেয়েই একদিন তাঁর জীবনসঙ্গীনী হবে।
advertisement
2/6
আন্তোনেলা রোকুজোকে এখন সারা বিশ্ব চেনে। তিনি মেসির স্ত্রী। মেসি তাঁকে প্রথম দেখেছিলেন পাঁচ বছর বয়সে। খুড়তুতো ভাই লুকাসের বাড়িতে প্রথমবার অ্যান্তোনেলাকে দেখেছিলেন মেসি।
advertisement
3/6
১০ বছর বয়সেই মেসি ঠিক করে ফেলেন, কোনও একদিন অ্যান্তোনেলা তাঁর প্রেমিকা হবে। সে কথা মেসি নাকি তাঁর বন্ধুদের চিঠি লিখে জানাতেন। অ্যান্তোনেলার প্রেমে অনেক ছোট থেকে হাবুডুবু খান মেসি।
advertisement
4/6
২০০৯ সালে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। মেসি তার পর এক সাক্ষাৎকারে অ্যান্তোনেলার কথা সারা বিশ্বকে জানান। ততদিনে মেসি ও অ্যান্তোনেলা পরস্পরের অনেক কাছাকাছি চলে এসেছিলেন।
advertisement
5/6
২০১২ থেকে মেসির সঙ্গেই থাকেন অ্যান্তোনেলা। ২০১৭-তে দ্বিতীয় সন্তান মাতেওর জন্মের পর মেসি ও অ্যান্তোনেলা বিয়ে করেন। এখন তাঁরা তিন ছেলের বাবা-মা। তিয়াগো, মাতেও ও সিরো তাঁদের সন্তান।
advertisement
6/6
৮০৭টি গোলের মালিক মেসি বরাবর অ্যান্তোনেলাকেই ভালবেসেছেন। তাঁর নামে কখনও কোনও কেচ্ছা-কেলেঙ্কারি শোনা যায়নি। অন্য কোনও মহিলার সঙ্গে মেসির নামও কখনও জড়ায়নি।