TRENDING:

ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত! বিশ ওভারও খেলতে পারলেন না সূর্যকুমাররা, একা লড়াই অভিষেকের! অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬

Last Updated:

ব্যাটিং ব্যর্থতায় শিকার হল ভারতীয় ক্রিকেট দল। ফলে, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের বিরুদ্ধে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি হল সূর্যকুমারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেলবোর্ন: ব্যাটিং ব্যর্থতায় শিকার হল ভারতীয় ক্রিকেট দল। ফলে, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের বিরুদ্ধে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি হল সূর্যকুমারদের। শুভমন গিল থেকে সূর্যকুমার ব্যাটে রান পাননি কেউই। শুরু থেকে একা ক্রিজে ছিলেন অভিষেক শর্মা। তাঁর লড়াকু ৬৮ রানের ইনিংসে ভর করেই তাও কিছুটা হলেও লড়াই করার মতন জায়গায় নিয়ে যান।
একা লড়াই অভিষেকের
একা লড়াই অভিষেকের
advertisement

কিন্তু বাকি কোনও ক্রিকেটারই ব্যাটে রান পাননি। শুভমন গিল এই ম্যাচেও হতাশ করেছেন। তিনি ১০ বলে ৫ রান করে হেজেলউডের বলে মিচেল মার্সের হাতে ধরা দেন। ২ রান করে সাজঘরে ফিরে যান সঞ্জু স্যামসনও। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ১ রান করে ফিরে যান। শূন্য করে ফিরে যান তিলক বর্মা। অক্ষর প্যাটেল করেন ৭ রান। কিছুটা হলেও অভিষেক শর্মার সঙ্গে সঙ্গত দেন হর্ষিত রানা। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন। তিনি ফিরতেই তাসের ঘরের মতন ধসে পড়ে টেল এন্ডাররা। শিভম দুবে করেন ৪ রান। এরপরে ক্রিজে নেমে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ খাতাই খুলতে পারেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতায় রহস্যময় পদচিহ্ন, এলাকাজুড়ে বন্য জন্তুর ভয়
আরও দেখুন

গতকাল মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে দুরমুশ করে ফাইনালের জায়গা করে নিয়েছে ভারতীয় মেয়েদের দল। কিন্তু ঠিক তারপরের দিনেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের এমন ব্যাটিং ব্যর্থতায় কিছুটা হলেও হতাশ ক্রিকেটপ্রেমীরা।

বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত! বিশ ওভারও খেলতে পারলেন না সূর্যকুমাররা, একা লড়াই অভিষেকের! অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল