কিন্তু বাকি কোনও ক্রিকেটারই ব্যাটে রান পাননি। শুভমন গিল এই ম্যাচেও হতাশ করেছেন। তিনি ১০ বলে ৫ রান করে হেজেলউডের বলে মিচেল মার্সের হাতে ধরা দেন। ২ রান করে সাজঘরে ফিরে যান সঞ্জু স্যামসনও। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ১ রান করে ফিরে যান। শূন্য করে ফিরে যান তিলক বর্মা। অক্ষর প্যাটেল করেন ৭ রান। কিছুটা হলেও অভিষেক শর্মার সঙ্গে সঙ্গত দেন হর্ষিত রানা। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন। তিনি ফিরতেই তাসের ঘরের মতন ধসে পড়ে টেল এন্ডাররা। শিভম দুবে করেন ৪ রান। এরপরে ক্রিজে নেমে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ খাতাই খুলতে পারেননি।
advertisement
গতকাল মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে দুরমুশ করে ফাইনালের জায়গা করে নিয়েছে ভারতীয় মেয়েদের দল। কিন্তু ঠিক তারপরের দিনেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের এমন ব্যাটিং ব্যর্থতায় কিছুটা হলেও হতাশ ক্রিকেটপ্রেমীরা।

