TRENDING:

IND vs AUS: ব্যাটিং লাইনের ব্যর্থতায় ডুবল ভারত! দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় অস্ট্রেলিয়ার

Last Updated:

IND vs AUS 2nd T20: প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় টি-২০-তে ভারতকে কার্যত একতরফা ম্যাচে হারিয়ে সহজ পেল অস্ট্রেলিয়া। প্রথমে বোলারদের দাপট ও পরে মারকাটারি ব্যাটিং, মেলবোর্নে কোনও লড়াই দিতে পারল না সূর্যকুমার যাদবের দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় টি-২০-তে ভারতকে কার্যত একতরফা ম্যাচে হারিয়ে সহজ পেল অস্ট্রেলিয়া। প্রথমে বোলারদের দাপট ও পরে মারকাটারি ব্যাটিং, মেলবোর্নে কোনও লড়াই দিতে পারল না সূর্যকুমার যাদবের দল। ব্যাটিং ভরাডুবির কারণেই এমন বেহাল অবস্থা টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটে করে ১৮. ৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষেক শর্মা। রান তাড়া করতে নেমে ৪০ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া।
News18
News18
advertisement

ম্যাচ টস জিতে প্রথমে বোলং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের শুরু থেকেই একদিক থেকে লাগাতার উইকেট হারাতে থাকে ভারতীয় দল। শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে কেউই দুই অঙ্কের রানে পৌছতে পারেনি। কার্যত একার হাতে দলকে রক্ষা করেন অভিষেক শর্মা। শুরু থেকেই মারকাটারি মেজাজে ব্যাটিং করেন ভারতের তরুণ ওপেনার।

advertisement

এমসিজি-র যে উইকেটে অন্যান্য ব্যাটারা দাঁড়াতে পারছিলেন না, সেখানে সাবলীলভাবে শট খেলছিলেন অভিষেক শর্মা। মাঝে হর্ষিত রানার সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ না হলে, আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হত ভারতীয় দল। রানা করেন ৩৫ রান। অভিষেক শর্মা ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলে আউট হন। ৮টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংস। অজিদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেম জস হ্যাজেলউড।

advertisement

১২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু খেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ৪ ওভারের মধ্যে ৫০ রানের পার্টবারশিপ গড়ে ফেলেন তারা। মার্শ ২৮ রানে ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান হেড। জস ইংলিশের সঙ্গে ছোট একটা পার্টনারশিপ করেন। ৮৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ২৬ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি।

advertisement

আরও পড়ুনঃ অনেকে বলত দ্বিতীয় সচিন, তবু একবারও সুযোগ পাননি ভারতীয় দলে! আজ বিশ্বজয় থেকে এক ধাপ দূরে বাস্তবের ‘বাজিগর’ অমল মুজমদার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এরপর টিম ডেভিড ১ রান করে আউট হন। কিন্তু ততক্ষণে ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছে। জস ইংলিশ ২০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে আরও জয়ের কাছে নিয়ে যান। কিন্তু শেষেক দিকে বুমরাহ পরপর উইকেট নিয়ে অজিদের জয় কিছুটা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। এই হারের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: ব্যাটিং লাইনের ব্যর্থতায় ডুবল ভারত! দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় অস্ট্রেলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল