IPL 2025 Points Table: আইপিএল ২০২৫ থেকে সবার আগে বিদায় ৩ দলের! কী বলছেন পয়েন্ট টেবিল?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Points Table Standings: জমে উঠেছে আইপিএলের লড়াই। প্লে অফে যাওয়ার লক্ষ্যে লড়াই করছে ১০টি দল। পয়েন্ট টেবিলেও চলছে জোর টক্কর। তবে ১০টি দলের মধ্যে ৩টি দলের পরবর্তী রাউন্ডে যাওয়া খুবই কঠিন।
advertisement
1/6

জমে উঠেছে আইপিএলের লড়াই। প্লে অফে যাওয়ার লক্ষ্যে লড়াই করছে ১০টি দল। পয়েন্ট টেবিলেও চলছে জোর টক্কর। তবে ১০টি দলের মধ্যে ৩টি দলের পরবর্তী রাউন্ডে যাওয়া খুবই কঠিন।
advertisement
2/6
বর্তমানে লিগ টেবিলে ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতে লিগ টেবিলের টপে রয়েছে গুজরাত টাইটান্স। ৩টির মধ্যে ৩টি জিতে দ্বিতীয় স্থানে দিল্লি। আর ৪টির মধ্যে ৩টি করে রানরেটের বিচারে তৃতীয় আরসিবি ও চতুর্থ পঞ্জাব।
advertisement
3/6
এই চারটি দল সবথেক ভাল অবস্থায় রয়েছে বর্তমানে লিগ টেবিলে। বাকি দলগুলির মধ্যে ৫টির মধ্যে ২টি করে জিতে নেট রানরেটের বিচারে পঞ্চম এলএসজি, ষষ্ঠ কেকেআর ও সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।
advertisement
4/6
তবে এরপর যে ৩টি দল রয়েছে তার প্রতিযোগিতায় অবিশ্বাস্যভাবে কামব্যাক না করতে পারলে প্লে অফে যাওয়ার আশা খুবই কম। কারণ মুম্বই, সিএসকে ও হায়দ্রাবাদ ৫টি ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় পেয়েছে।
advertisement
5/6
১৪ ম্যাচের মোট গ্রুপ পর্বের খেলায় ৮টি জিতলে মোটামুটি পরের রাউন্ডে যাওয়ার রাস্তা মসৃণ থাকে। সেখানে সিএসকে, মুম্বই ও এসআরএইচের বাকি ৯টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিততে হবে।
advertisement
6/6
অসম্ভব না হলেও বর্তমানে এই দলগুলির ফর্ম দেখে খুবই কঠিন মনে করা হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও এই ৩ দলের পরের রাউন্ডে যাওয়া কঠিন মনে করছেন। তবে আইপিএলে এর আগেও অবিশ্বাস্য কামব্যাক করেছে একাধিক দল। এই ৩ দল পারে কিনা সেটাই দেখার।