IPL 2024 Knowledge Story: বলুন তো, কোন ভারতীয় তারকা ক্রিকেটাকরের কোনও জার্সি নম্বর ছিল না? কারণ জানলে চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Which star Indian cricketer did not have a jersey number: আইপিএলের সময় চার-ছয়ের জোয়ারে গা ভাসানোর পাশাপাশি ক্রিকেট প্রেমিদের নানা অজানা বিষয় নিয়ে জানার কৌতুহলও রয়েছে। বলুন তো, কোন ভারতীয় তারকা ক্রিকেটাকরের কোনও জার্সি নম্বর ছিল না?
advertisement
1/9

চলছে আইপিএল। ক্রিকেট জ্বরে কাবু আট থেকে আশি সকলেই। চার-ছয়ের জোয়ারে গা ভাসানোর পাশাপাশি ক্রিকেট প্রেমিদের নানা অজানা বিষয় নিয়ে জানার কৌতুহলও রয়েছে। বলুন তো, কোন ভারতীয় তারকা ক্রিকেটাকরের কোনও জার্সি নম্বর ছিল না? উত্তর জানলে চমকে যাবেন।
advertisement
2/9
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনারদের মধ্যে একজন ছিলেন প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে জোড়া ট্রিপল সেঞ্চপরি রয়েছে সেহওয়াগের। ওয়ান ডে-তে রয়েছে ডাবল সেঞ্চুরি।
advertisement
3/9
তবে বীরেন্দ্র সেহওয়াগের কেরিয়ারে এমন একটি রহস্য রয়েছে যা অবসরের এত বছর পরও এখনও অজানা অনেকের কাছে। সেই বিষয়টি হল প্রাক্তন তারকা ব্যাটারের জার্সিতে কোনও নাম্বার কেন থাকত না। এই বিষয় নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের।
advertisement
4/9
ক্রিকেটাররা প্রায়ই তাদের জার্সি নম্বর দ্বারা পরিচিত হন। জার্সি নম্বর কত হবে এক্ষেত্রে সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অনেক খেলোয়াড় জার্সি নাম্বার বেছে নেওয়ার ক্ষেত্রে কুসংস্কারও মেনে চলেন। আবার কেউ কেউ বিশেষ সংখ্যাকে ‘লাকি’ মনে করে জার্সি নম্বর পরেন এবং পরবর্তীতে বিখ্যাত হলে সেটাকেই তারা সাফল্য হিসেবে ধরে নেন।
advertisement
5/9
তবে বীরেন্দ্র সেহওয়াগ যে কেরিয়ারের শুরু থেকেই বিনা নাম্বারের জার্সি পরে খেলতেন তেমনটা নয়। প্রথমে ৪৪ নম্বর জার্সি ও পরে ৪৬ নম্বরের জার্সি পরে কিছু দিন খেলেছিলেন বীরু। কিন্তু পরে কেন বীরু বিনা নাম্বারের জার্সি পরে খেলতেন সেই কারণ নিজেই জানিয়েছিলেন। যা শুনে সকলেই অবাক হয়েছিল।
advertisement
6/9
আসলে ‘বীরু কি বৈঠক’ শো চালাকালীন এক ফ্যান তাঁকে প্রশ্ন করেছিলেন তিনি কেন বিনা নাম্বারের জার্সি পরে খেলতেন। জবাবে বীরু বলেছিলেন, ৪৪ নম্বর জার্সি পরে ভারতীয় দলের হয়ে খেলা শুরু করেছিলেন, যাকে তার মা এবং স্ত্রী ‘অশুভ’ বলে মনে করেছিল। তাই সেই জার্সি পাল্টান।
advertisement
7/9
সেওয়াগ আরও জানিয়েছিলেন, এরপর তাঁর মা সেহকে ৪৬ নম্বর জার্সি পরার পরামর্শ দেন। কিন্তু তাঁর স্ত্রী আরতি মনে করেন ২ নম্বর জার্সি পরে খেলা উচিত। এই নিয়ে তার স্ত্রী ও মায়ের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। তখন সেহওয়া শাশুড়ি-বৌ-এর ঝগড়ার সমাধান করতে বিনা নাম্বারের জার্সি পরে খেলার সিদ্ধান্ত নেন।
advertisement
8/9
এছাড়া সেহওয়াগ না বললেও আরও একটি বিষয় শোনা যায়, কেরিয়ারের প্রথম দিকে সেহওয়াগ ৪৪ নম্বর জার্সি পরে খেলেন। কিন্তু এই নম্বরটি তাঁর ভাগ্য সাথ দেয়নি। জ্যোতিষীর পরামর্শে; সেহওয়াগ ৪৬ নম্বর জার্সি পরা শুরু করেছিলেন। কিন্তু যখন এই নম্বরটিও তার জন্য লাকি প্রমাণিত হয়নি তখন তিনি কোনও জার্সি নম্বর ছাড়াই খেলতে শুরু করেছিলেন।
advertisement
9/9
প্রসঙ্গত, বিনা নম্বরের জার্সি পরেই বেশি সফল বীরেন্দ্র সেহওয়াগ। প্রাক্তন তারকা ওপেনার নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১০৪ টেস্টে ৮৫৮৬ রান, ২৫১ ওডিআইতে ৪২৭৩ রান এবং ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯৪ রান করেছেন।