পাকিস্তান জিতবে বলে ভুল ভবিষ্যদ্বাণী! 'কেরিয়ার' শেষ আইআইটি বাবার! শিকার চরম ট্রোলের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IIT baba heavily trolled on social media for making predictions against Team India in India vs Pakistan match: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিথ্য়ে হতেই নেটদুনিয়ায় রোষের মুখে আইআইটি বাবা। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে তিনি।
advertisement
1/5

মহাকুম্ভ থেকেই শিরোনামে উঠে এসেছেন আইআইটি বাবা। ভাইরাল হয়েছে তার একের পর এক কাণ্ড। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিথ্য়ে হতেই নেটদুনিয়ায় রোষের মুখে আইআইটি বাবা।
advertisement
2/5
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইআইটি বাবা বলেছিলেন,‘আমি তোমাদের আগের থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ তখনও ক্ষোভ উগরে দিয়েছিল ভারতীয় ফ্যানেরা।
advertisement
3/5
সকলের প্রার্থনা ছিল একটাই আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী যেন না সত্যি হয়। আর পাকিস্তানকে ভারত খড়কুটোর মতো উড়িয়ে দিতেই ও কোলির সেঞ্চুরির পরই চরম ট্রোলের মুখে আইআইটি বাবা।
advertisement
4/5
আইআইটি বাবাকে ট্রোল করে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সে বিশ্বাস করে কর্মফলে, আমরা বিশ্বাস করি রোহিত শর্মাকে।’ আরও একজন লিখেছেন, ‘বেশি পড়াশোনা করাও ক্ষতিকর।’
advertisement
5/5
এমনকী অনেক নেটিজেন খোঁজ করে বেড়াচ্ছেন আইআইটি বাবার। বিরাট কোহলি, শুভমান গিলদের যোগ্যতার সামনে আইআইটি বাবার যে কোনও দাম নেই তাও বলেছেন নেটিজেনরা।