IND vs AUS: মোট ৪ বদল! সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া নামাচ্ছে কোন ১১ জনকে? দেখে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Semi Final IND vs AUS: ভারতের সামনে শুধু ফাইনালে ওঠার লড়াই নয় এই ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক হিসেব চুকিয়ে দেওয়ার ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপ হার, ওডিআই বিশ্বকাপ হার, বর্ডার গাভাসকর ট্রফি হার, সব হারের বদলার সুযোগ ভারতের সামনে।
advertisement
1/8

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মহারণ। ভারতের সামনে শুধু ফাইনালে ওঠার লড়াই নয় এই ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক হিসেব চুকিয়ে দেওয়ার ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপ হার, ওডিআই বিশ্বকাপ হার, বর্ডার গাভাসকর ট্রফি হার, সব হারের বদলার সুযোগ ভারতের সামনে।
advertisement
2/8
অপরদিকে, কার্যত দ্বিতীয় সারির বোলিং অ্যাটাক নিয়েও প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫১ রান তাড়া করে জিতে ব্যাগি গ্রিনরা বুঝিয়ে দিয়েছিল তাদের হাল্কাভাবে নিলে ভুল হবে। শক্তিশালী ব্যাটিং এই অজি দলের প্রধান অস্ত্র।
advertisement
3/8
মেগা সেমিফাইনালে দুই দলেরই প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। প্রতিযোগিতায় এই প্রথম ম্যাচ দুবাইতে খেলবে অস্ট্রেলিয়া। ভারতের পিচ চেনা হয়ে গিয়েছে। ফলে দুই দলই যে স্পিন অ্যাটাককে শক্তিশালী করে নামবে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
4/8
ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কিনা গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ থেকে এখন সেটাই দেখার। ভারতীয় দলে দুটি পরিবর্তনে সম্ভাবনা রয়েছে। অফ ফর্ম কেএল রাহুলকে বসিয়ে ঋষভ পন্থকে খেলানো। কেএল রাহুলের উইকেটের পিছনেও সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন।
advertisement
5/8
অপরদিকে, অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৪ স্পিনার, এক স্পেশালিস্ট পেসার ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে বোলিং অ্যাটাক সাজানো একটু ঝুঁকির হয়ে যাবে কিনা তা ভাবাচ্ছে গম্ভীরকে। কিন্তু বরুণের ৫ উইকেট নেওয়া পর তাঁর খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কুলদীপকে বসিয়ে হর্ষিত রানাকে ফেরানো হতে পারে।
advertisement
6/8
অপরদিকে, অস্ট্রেলিয়া দলে একটু পরিবর্তন অবশ্যম্ভাবী। চোটের কারনে ছিটকে যাওয়া ম্যাথু শর্টের বদলে দলে আসতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তার লেগ স্পিন বোলিংও কাজে লাগবে। এছাড়া অ্যালেক্স ক্যারের বদলে অস্ট্রেলিয়া খেলাতে পারে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলিকে। তাঁর বাঁহাতি স্পিন কাজে লাগতে পারে।
advertisement
7/8
এক ঝলকে দেখে নিন সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল / ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন সেমিফানালে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেকিপার), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জ়াম্পা, স্পেনসর জনসন।