Womens World Cup Final: মহিলাদের বিশ্বকাপ ফাইনালে বাংলার মেয়ে! উত্তরবঙ্গের তারকা ক্রিকেটারকে চেনেন? আজ তাঁর কাঁধে বড় দায়িত্ব
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Womens ODi World Cup Final : বয়স মাত্র ২২। কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। সেই তরুণী এখন একাই বয়ে নিয়ে চলেছেন কোটি ভারতবাসীর আশা। তিনি রিচা ঘোষ — শিলিগুড়ির গর্ব, ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাণভোমরা।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বয়স মাত্র ২২। কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। সেই তরুণী এখন একাই বয়ে নিয়ে চলেছেন কোটি ভারতবাসীর আশা। তিনি রিচা ঘোষ — শিলিগুড়ির গর্ব, ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাণভোমরা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত। আর গোটা উত্তরবঙ্গের চোখ এখন টিভির পর্দায়। কারণ সেই দলে রয়েছেন ‘আমাদের রিচা’।
advertisement
2/5
শিলিগুড়ির এক সাধারণ পরিবারের মেয়ে রিচা আজ দেশের গর্ব। প্রথম বিশ্বকাপের মঞ্চেই যেন ঝড় তুলেছেন ব্যাট হাতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল মাত্র ৬ রানে, কিন্তু তাঁর ইনিংসেই ভারত তুলেছিল ২৫১ রান। সেমিফাইনালে আবার ছোট হলেও বিধ্বংসী ২৬ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ প্রশস্ত করেছেন তিনি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এখন ফাইনালের আগে উত্তেজনায় ফুঁসছে গোটা শহর। বাঘাযতীন পার্ক থেকে শুরু করে রিচার পাড়ার ক্লাব, সর্বত্রই লাগানো হয়েছে তাঁর পোস্টার, প্রস্তুত হয়েছে জায়ান্ট স্ক্রিন। কেউ তৈরি করছে পতাকা, কেউ আবার বলছেন — “রিচা যদি পারে, তবে ইতিহাস গড়বেই ভারত।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। রুদ্ধশ্বাস সেমিফাইনালের পর দেশের নজর এখন একটাই — নবি মুম্বইয়ের মাটিতে ট্রফি হাতে উঁচিয়ে ধরা টিম ইন্ডিয়া।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আর উত্তরবঙ্গের এক কোণে আজ সবাই একই প্রার্থনা করছে — “রিচা ট্রফি নিয়ে ফিরুক ঘরে, এবার ইতিহাস লেখার পালা আমাদের মেয়ের।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য