TRENDING:

U19 Asia Cup : ১২৫ বলে ২০৯ রান! অনেকদিন পর ভারতীয় দলে এক বাঙালির 'দাদাগিরি', তাকিয়ে দেখল গোটা ক্রিকেট বিশ্ব

Last Updated:
U19 Asia Cup : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আগের ম্যাচেই আইপিএলের সেনসেশন বৈভব সূর্যবংশী ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন অভিজ্ঞান। এশিয়া কাপে এখন নতুন তারকা যেন এই বাঙালি ক্রিকেটার।
advertisement
1/6
১২৫ বলে ২০৯ রান! অনেকদিন পর ভারতীয় দলে এক বাঙালির 'দাদাগিরি'
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অভিজ্ঞান কুন্ডুর ঐতিহাসিক ২০৯ রান। যুব ক্রিকেটে নতুন রেকর্ড। অনূর্ধ্ব-১৯ ওডিআইয়ে সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন এই বাঙালি। ভারতের হয়ে এই বিভাগে আম্বাতি রায়াডুর রেকর্ড ভেঙে দিলেন তিনি। মুম্বইয়ের উইকেটকিপার-ব্যাটার কুন্ডুর এই অনবদ্য ইনিংস ভারতের স্কোর ৪০৮ রানে পৌঁছে দেয়। ছোটদের এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন তিনি।
advertisement
2/6
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আগের ম্যাচেই আইপিএলের সেনসেশন বৈভব সূর্যবংশী ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন অভিজ্ঞান। এশিয়া কাপে এখন নতুন তারকা যেন এই বাঙালি ক্রিকেটার।
advertisement
3/6
এদিন ১৭টি চার এবং ৯টি ছয় দিয়ে সাজানো ছিল অভিজ্ঞানের ইনিংস। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ছোটদের ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের সৌম্য সরকারের নামের পাশে।
advertisement
4/6
এদিন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অভিজ্ঞান কুন্ডু। তার পর সেখান থেকে ডাবল সেঞ্চুরি। অনেকেই বলছেন, অভিজ্ঞান এই দলের ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।
advertisement
5/6
আম্বাতি রায়াড়ুর দীর্ঘদিন ধরে অটুট থাকা ১৭৭ রানের রেকর্ড ছাপিয়ে গেলেন অভিজ্ঞান। অনূর্ধ্ব-১৯ ওডিআইয়ে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন অভিজ্ঞান কুন্ডু। এই ঐতিহাসিক কৃতিত্ব তাঁকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত করল।
advertisement
6/6
বৈভব সূর্যবংশী আউট হওয়ার পর ব্যাট করতে নেমে অভিজ্ঞান কুন্ডু ২০৯ রান করেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
U19 Asia Cup : ১২৫ বলে ২০৯ রান! অনেকদিন পর ভারতীয় দলে এক বাঙালির 'দাদাগিরি', তাকিয়ে দেখল গোটা ক্রিকেট বিশ্ব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল