দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খানকে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। মেসির মুম্বই সফরের সময় নিজের দুই ছেলেকে ফুটবল কিংবদন্তির সঙ্গে দেখা করান। মেসি এই সফরে ভারতের চারটি শহর—মুম্বই, দিল্লি, হায়দরাবাদ ও কলকাতায় আসেন। তাঁর সফরের শুরু হয় কলকাতায়।
এর আগে করিনা ‘ছেলেদের তাদের নায়কের সঙ্গে দেখা করাতে নিয়ে গেলাম’ ক্যাপশন দিয়ে একাধিক ছবি শেয়ার করেছিলেন। এবার তিনি লিওনেল মেসির GOAT India Tour 2025-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে স্থান পাওয়া একমাত্র বলিউড তারকা হয়ে উঠেছেন। এই সফরে শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফ-সহ আরও বহু বলিউড তারকাও মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। তবে মেসির পোস্টে একমাত্র নায়িকা হিসেবে থেকে গেলেন করিনা।
advertisement
ভিডিও শেয়ার করে মেসি লেখেন, “নমস্তে ভারত! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় অসাধারণ সময় কাটালাম। উষ্ণ অভ্যর্থনা, চমৎকার আতিথেয়তা এবং আমার পুরো সফর জুড়ে ভালবাসার প্রকাশের জন্য ধন্যবাদ। আশা করি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে!”
মেসির সঙ্গে সাক্ষাৎকারের সময় করিনাকে দেখা যায় স্টাইলিশ বাদামি পোশাকে, আর তৈমুর আলি খান ও জেহ আলি খান পরেছিল ফুটবল জার্সি। তৈমুরের জার্সির পেছনে ছিল মেসির নাম, আর জেহ পরেছিল “আর্জেন্টিনা” লেখা জার্সি—বিশ্বকাপজয়ী দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
আরও পড়ুন- বাড়ি ফিরে ভারত সফর নিয়ে মেসির পোস্ট, যুবভারতী নিয়ে একটা কথা থাকল না!
অন্যদিকে, মঙ্গলবার বিশ্ব ফুটবল আইকন লিওনেল মেসি গুজরাতের জামনগরে অনন্ত আম্বানির উদ্যোগে গড়ে ওঠা বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ভানতারা পরিদর্শন করেন। অনন্ত আম্বানি ও রাধিকা মারচেন্ট এদিন মেসিকে ভানতারার বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান।
