Nadia News: সবুজের মাঝে প্রকৃতির পুজো, শালপলাশের মরশুমে পালিত হল সারহুল পার্বণ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Tribal Festival: সারহুল পরব মূলত ভারতের ঝাড়খন্ড রাজ্যে পালিত একটি বসন্ত উৎসব নতুন বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। কৃষ্ণপক্ষের চৈত্র মাসের তৃতীয় তিথি থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত তিনদিন ধরে চলে।
advertisement
1/6

বসন্তে আদিবাসী সমাজের সারহুল পরব পালিত হল নদিয়ার শান্তিপুরে৷ (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মাঠপাড়া ( আদিবাসী পাড়া) গ্রামবাসীবৃন্দের উদ্যোগে সারহুল পুজো ও আদিবাসী সমাজের গুণীজনদের সংবর্ধনা আয়োজিত হল ওরাওঁ সম্প্রদায়ের।
advertisement
3/6
সারহুল পরব মূলত ভারতের ঝাড়খন্ড রাজ্যে পালিত একটি বসন্ত উৎসব নতুন বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। কৃষ্ণপক্ষের চৈত্র মাসের তৃতীয় তিথি থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত তিনদিন ধরে চলে।
advertisement
4/6
গ্রামের পুরোহিত যাকে পাহান বলা হয় তিনি গ্রামের সমৃদ্ধির জন্য সূর্য গ্রাম দেবতা এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে ফুল, ফল, সিঁদুর একটি মোরগ এবং কারণ অর্থাৎ মদ উৎসর্গ করেন।
advertisement
5/6
আচার অনুষ্ঠানের পর স্থানীয়রা শাল ফুল হাতে নিয়ে নৃত্য করেন।
advertisement
6/6
এই সারহুল পরব আদিবাসীদের একটি অন্যতম উৎসব। প্রথা মেনে প্রত্যেক বছরই এই উৎসব পালন হয়ে আসছে নদিয়ার একাধিক আদিবাসী গ্রামে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: সবুজের মাঝে প্রকৃতির পুজো, শালপলাশের মরশুমে পালিত হল সারহুল পার্বণ