TRENDING:

Pitha Recipe: হাতের নিখুঁত টেকনিকে তৈরি মচমচে হাতঝাড়া পিঠে, সঙ্গে মুরগির পাতলা ঝোল! রইল জিভে জল আনা রেসিপি

Last Updated:
South 24 Parganas Pitha Recipe: শীতে সহজেই বাড়িতেই বানিয়ে নিন হাত ঝাড়া পিঠে। সঙ্গে মাংসের পাতলা ঝোল। দেখে নিন সম্পূর্ণ রেসিপি।
advertisement
1/6
হাতের টেকনিকে তৈরি হাতঝাড়া পিঠে, সঙ্গে মুরগির পাতলা ঝোল! রইল পুরো রেসিপি
অনেকধরণের পিঠে তো শুনেছেন আপনি, খেয়েছেন মাঝেমধ্যেই‌। তবে তাদের মধ্যে হাতঝাড়া পিঠের নামটা কম শোনা গেলেও, এই পিঠের স্বাদ কিন্তু মোটেও কম নয়। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি এই পিঠে খেতে হয় হাঁস অথবা মুরগির মাংসের পাতলা ঝোল দিয়ে। অথবা আপনি খেতে পারেন গুড় দিয়ে। মাংসের সঙ্গে খেলে আরও বেড়ে যায় এই পিঠের স্বাদ।
advertisement
3/6
কিভাবে বাড়িতে তৈরি করবেন এই পিঠে, রইল তার সহজ উপায়। এই পিঠে তৈরি করতে হলে প্রথমে আতপ চাল কিনে এনে রোদে শুকিয়ে মেশিনে গুঁড়ো করতে হবে।
advertisement
4/6
এরপর সেই গুঁড়োকে জল দিয়ে গুলতে হবে সঙ্গে দিতে হবে পরিমাণ মত লবণ। এরপর কলাপাতার ডাঁটার সামনের অংশ থেঁতো করে ব্রাশের মত আকার দিতে হবে। সেই ব্রাশে তেল দিয়ে গরম কড়াইয়ের গায়ে মাখিয়ে দিতে হবে।
advertisement
5/6
এরপর সেই গোলাকে হাত দিয়ে তুলে স্প্রের মত ছিটাতে হবে কড়াইয়ে। এই পিঠে তৈরি করতে হলে হাত ঝাড়া দিয়ে এই গোলা কড়াইয়ে ফেলতে হয়। সেজন্য এই পিঠের নাম হাতঝাড়া পিঠে।
advertisement
6/6
এরপর হাতঝাড়া পিঠে তৈরি হয়ে এলে খুন্তি দিয়ে পিঠে তুলতে হবে‌। এরপর একেবারে প্রস্তুত এই হাতঝাড়া পিঠে। তাহলে আর অপেক্ষা কিসের বাড়িতেই আপনি বানিয়ে ফেলুন এই পিঠে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Pitha Recipe: হাতের নিখুঁত টেকনিকে তৈরি মচমচে হাতঝাড়া পিঠে, সঙ্গে মুরগির পাতলা ঝোল! রইল জিভে জল আনা রেসিপি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল