TRENDING:

Murshidabad News: কাশ্মীরে বরফের নীচে...সব শেষ! পুজোর ছুটিটা কাটিয়ে সবে যোগ দিয়েছিল কাজে, বাড়ি ফিরছে নিথর দেহ

Last Updated:
তার মৃতদেহ ময়না তদন্তের পর নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গিয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজন ও স্থানীয় মানুষজন।
advertisement
1/5
কাশ্মীরে বরফের নীচে...সব শেষ! পুজোর ছুটি কাটিয়ে যোগ দিয়েছিল কাজে, বাড়ি ফিরছে নিথর দেহ
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কাশ্মীরের অনন্তনাগে কর্তব্যরত অবস্থায় তুষারধসে চাপা পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের পলাশ ঘোষ। তিনি ইন্ডিয়ান আর্মির প্যারা কমান্ডো, স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন।
advertisement
2/5
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অনন্তনাগের দুর্গম এলাকায় দায়িত্বে থাকাকালীন আচমকাই তুষারধস নামলে তার তলায় চাপা পড়েন পলাশ।
advertisement
3/5
দীর্ঘ অনুসন্ধানের পর তিন দিন পর, শুক্রবার তার সহকর্মীরা উদ্ধার করেন শহিদের দেহ। তারপরেই খবর দেওয়া হয় বাড়িতে। খবর বাড়িতে পৌঁছাতেই রাতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছেন স্ত্রী বুলটি ঘোষ।
advertisement
4/5
তার মৃতদেহ ময়না তদন্তের পর নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গিয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজন ও স্থানীয় মানুষজন। দুর্গাপূজার উৎসব কাটিয়ে কাশ্মীরে চাকরিতে যোগ দেওয়ার পরেই প্রথম দিন ডিউটিতে গিয়ে তুষারঝড়ে আটকে পড়ে মৃত্যু হয় দুই জওয়ানের। একজনের বাড়ি বীরভূম জেলায়। আরেকজনের বাড়ি মুর্শিদাবাদ এর হরিহারপাড়া রুকুনপুর বলরাম পাড়া এলাকায়।
advertisement
5/5
সেনার তরফে জানানো হয়েছে, সোমবার থেকে নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা সেনা জওয়ান পলাশ ঘোষ। শুক্রবার রাতেই সেনা বাহিনীর তরফে পলাশের পরিবারকে ফোন করে জানানো হয় পলাশ ঘোষের মৃত্যুর খবর। আর ছ মাস পর চাকরি থেকে অবসর নিত। তার আগেই মৃত্যু হয় পলাশ ঘোষের। মৃত্যুর কথা মানতে নারাজ তার স্ত্রী। মৃত পলাশ ঘোষের বাবা বলেন খুবই কষ্ট হচ্ছে ছেলের মৃত্যুর খবর শুনে কিন্তু আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে এটা গর্বের বিষয় বলে জানান তিনি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কাশ্মীরে বরফের নীচে...সব শেষ! পুজোর ছুটিটা কাটিয়ে সবে যোগ দিয়েছিল কাজে, বাড়ি ফিরছে নিথর দেহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল