New Picnic Spot: কলকাতা থেকে মাত্র ১ঘণ্টা দূরেই সবুজ ঘেরা পিকনিক স্পট! হাল্কা শীতে ঢুঁ মারবেন নাকি?
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
কলকাতা থেকে মাত্র ১ ঘণ্টা সময়ের ব্যবধানে ঘুরে আসতে পারবেন বিদ্যাধরী নদীর তীরে উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়া-মিনাখাঁর কুলটি লক গেট।
advertisement
1/5

শীতে কলকাতা থেকে মাত্র এক ঘণ্টা দূরত্বে ঘুরে আসুন বিদ্যাধরীর তীরে সবুজ ঘেরা স্পটে। শীতকাল আসলেই সকলের মনে ভ্রমণের কথা উঁকি মারে। মন চায় একটু শান্তু নিরিবিলি জায়গায় প্রকৃতির সঙ্গে সময় কাটাতে কিন্তু অফিসে কিংবা বাড়িতে কাজের ব্যস্ততার মাঝে আর সময় হয়ে ওঠে না। (জুলফিকার মোল্যা)
advertisement
2/5
তাই কলকাতার ব্যস্ত জীবন থেকে দু’দিন ছুটি নিয়ে মাত্র ১ ঘণ্টা সময়ের ব্যবধানে ঘুরে আসতে পারবেন বিদ্যাধরী নদীর তীরে৷
advertisement
3/5
উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়া-মিনাখাঁর কুলটি লক গেট। এই কুলটি লক গেট ও বিদ্যাধরীর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মাছের ভেড়ি ও যাকে কেন্দ্র করে আঁকাবাঁকা সবুজ ঘেরা রাস্তা।
advertisement
4/5
রাস্তার দু'পাশে জলকর ও গাছের সমহারে সবুজের বুক চিরে কলকাতা থেকে পৌঁছে যাবেন এই কুলটি লক গেটে। এখানে বিদ্যাধরী নদীর বাগজোলা খালের উপর জলাধার অর্থাৎ লক গেট থেকে জলরাশির শব্দ আপনাকে শিহরণ জাগাবে।
advertisement
5/5
লক গেট থেকে সাদা ফ্যানার মত জলরাশি এক অপূর্বরূপ সৃষ্টি করবে। শীতের সময় চাইলেও আপনি স্ববান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে শীতের সময়ে কাজের ব্যস্ততার মাঝে অল্প সময় হাতে নিয়ে ঘুরে আসতে পারেন এই স্পট থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
New Picnic Spot: কলকাতা থেকে মাত্র ১ঘণ্টা দূরেই সবুজ ঘেরা পিকনিক স্পট! হাল্কা শীতে ঢুঁ মারবেন নাকি?