National Flag: জেলার সবচেয়ে উঁচু ভারতের জাতীয় পতাকা! নজির গড়ল অশোকনগর
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
National Flag: ১০৪ ফুট উচ্চতায় এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায়। এদিন সুউচ্চ এই পতাকা উত্তোলন করলেন বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
advertisement
1/6

দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে নজির গড়ল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর! জেলার সবচেয়ে উচ্চতম জাতীয় পতাকা উত্তোলন করা হল এখানেই! (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
১০৪ ফুট উচ্চতায় এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায়। এদিন সুউচ্চ এই পতাকা উত্তোলন করলেন বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী
advertisement
3/6
এই প্রথম, ১০৪ ফুট উঁচু একটি লৌহ স্তম্ভের উপরে স্থাপন করা হল দেশের জাতীয় পতাকা, যা এবার থেকে সব সময় উড়তে দেখা যাবে অশোকনগরের নানা প্রান্ত থেকে
advertisement
4/6
জেলা নানা প্রান্তে এ ধরনের উঁচু স্তম্ভের উপর জাতীয় পতাকা থাকলেও, এই জাতীয় পতাকার উচ্চতার সর্বোচ্চ বলেই মনে করেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগর পৌরসভার সহযোগিতায় বিধায়ক তহবিলের টাকায় তৈরি এই স্তম্ভটি এলাকার ইতিহাসে এক নতুন সংযোজন বলেও মনে করেন
advertisement
5/6
এদিন ১০৪ ফুটের সু উচ্চ এই জাতীয় পতাকা স্তম্ভের উদ্বোধনে উপস্থিত ছিলেন ১০৪ বছর বয়সি বৃদ্ধা ঊষা গুহ রায়। স্বাধীনতার ইতিহাস চোখে দেখা প্রবীণ এই বৃদ্ধার উপস্থিতিতেই এদিন উন্মোচিত হল সুউচ্চ দেশের জাতীয় পতাকা স্তম্ভের।
advertisement
6/6
পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিধায়ক পৌর প্রধান সহ উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষজন। স্টেডিয়াম এলাকা থেকে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়। অশোকনগরের নাগরিকরাও সুউচ্চ এই জাতীয় পতাকা স্তম্ভ পেয়ে গর্বিত বলেই জানান। ১০৪ ফুটের জাতীয় পতাকা স্তম্ভের মধ্যে দিয়েই যেন জেলায় নজির তৈরি করল অশোকনগর বলেও মনে করছেন অনেকে