Traffic Police: সাতসকালে ২ কিমি ধাওয়া, বাসের মাথায় চড়াদের নামিয়ে দাবাং রানাঘাট ট্রাফিক পুলিশ! সবক শেখাল চালক-কনডাক্টরকেও
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia Ranaghat Traffic Police: কলকাতা থেকে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাস ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছিল। অভিযোগ, বাসটির ছাদে বেশ কয়েকজন যাত্রী বসে ছিলেন, যা যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারত।
advertisement
1/6

দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতার নজির গড়ে এদিন সকালে প্রাণ বাঁচানো অভিযানে নামলেন রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগের আধিকারিকরা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
কলকাতা থেকে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাস ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছিল। অভিযোগ, বাসটির ছাদে বেশ কয়েকজন যাত্রী বসে ছিলেন, যা যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারত।
advertisement
3/6
পরিস্থিতির বিপজ্জনক দিকটি বুঝে রানাঘাট ট্রাফিক পুলিশির O.C অলোক ভট্টাচার্য এবং তার টিম মোটরবাইকে চেপে প্রায় দুই কিলোমিটার পথ ধরে বাসটিকে ধাওয়া করেন। শেষ পর্যন্ত রানাঘাট গড়ের বাগান এলাকায় বাসটিকে থামাতে সক্ষম হন তারা।
advertisement
4/6
বাস থামানোর পর ছাদে বসা যাত্রীদের অবিলম্বে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এরপর বাসটির বিরুদ্ধে আইন অনুযায়ী ফাইন ধার্য করা হয়। শুধু শাস্তি নয়, বাসের ড্রাইভার ও কন্ডাকটরকে কড়া সতর্কবার্তা দেন ট্রাফিক অফিসাররা—এভাবে যাত্রীদের ঝুঁকির মধ্যে রেখে চলাফেরা করলে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন তারা।
advertisement
5/6
এছাড়া সাধারণ যাত্রীদেরও সচেতন করা হয় যাতে তারা নিজেরাই এমন বিপজ্জনকভাবে যাতায়াত করা থেকে বিরত থাকেন এবং বাস কর্তৃপক্ষকে বাধ্য করেন নিরাপত্তা বিধি মানতে।
advertisement
6/6
রানাঘাট ট্রাফিক পুলিশের এই দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেল। প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলেই বহু যাত্রীর জীবন সেদিন রক্ষা পেল—এমনটাই মত স্থানীয় মানুষের। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Traffic Police: সাতসকালে ২ কিমি ধাওয়া, বাসের মাথায় চড়াদের নামিয়ে দাবাং রানাঘাট ট্রাফিক পুলিশ! সবক শেখাল চালক-কনডাক্টরকেও