TRENDING:

Ram Navami: এই বাংলায় রয়েছে আড়াইশো বছরের বেশি প্রাচীন রাম মন্দির, ভগবান রামের অন্য সজ্জা এখানে, কোথায় আছে জানেন?

Last Updated:
Ram Navami: এই বাংলায় ২৫৬ বছর আগের প্রতিষ্ঠিত রামমন্দির রয়েছে, ব্রিটিশ শাসনকালেই রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রামমন্দির প্রতিষ্ঠিত করেন। ধুতি পাঞ্জাবি পড়িয়ে বাঙালিবেশে পুজো করা হয় রাম সীতার।
advertisement
1/6
এই বাংলায় রয়েছে আড়াইশো বছরের বেশি প্রাচীন রাম মন্দির, ভগবান রামের অন্য সজ্জা এখানে!
এই বাংলায় ২৫৬ বছর আগের প্রতিষ্ঠিত রামমন্দির রয়েছে, ব্রিটিশ শাসনকালেই রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রামমন্দির প্রতিষ্ঠিত করেন। ধুতি পাঞ্জাবি পড়িয়ে বাঙালিবেশে পুজো করা হয় রাম সীতার।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
কেবলমাত্র গুটিকয়েক ভক্তদের সেবায় পূজিত হয় রাম মন্দিরের কষ্ঠী পাথরের ভগবান রাম এবং সীতা বিগ্রহ। পূজারী সহ সাধারণ মানুষ এর দাবি এই মন্দিরের দিকে নজর দিলে এই মন্দির আরও উন্নতি হবে।
advertisement
3/6
মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার উপর একটি শিখর স্থাপিত যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘন্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির।
advertisement
4/6
রবিবার রামনবমীর দিনে বাঙালির বেশে রাম ও সীতাকে পুজো করা হয়। স্থানীয় ও বাইরে থেকে বহু ভক্তরা আসেন এই দিনে শিবনিবাসের এই রাম মন্দিরে পুজো দিতে।
advertisement
5/6
জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাকাল ১৭৬২ খ্রিষ্টাব্দ। ১৮২৪ খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকা করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে ১৮২৮ খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে মন্দিরগুলির বিবরণ প্রকাশ করেন
advertisement
6/6
রবিবার রামনবমীর দিনে সারা দেশের পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবলিবাস মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা এই গ্রামের মন্দিরেও পুজো হচ্ছে মহাসমারোহে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ram Navami: এই বাংলায় রয়েছে আড়াইশো বছরের বেশি প্রাচীন রাম মন্দির, ভগবান রামের অন্য সজ্জা এখানে, কোথায় আছে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল