TRENDING:

Nadia News: ৫ তলা সমান নাগরদোলা! এবার কৃষ্ণনগরের ১২ দোলের মেলায় রয়েছে আর কি কি

Last Updated:
পাখির চোখে দেখতে পাবেন ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের ১২ দোলের মেলা।
advertisement
1/6
৫ তলা সমান নাগরদোলা! এবার কৃষ্ণনগরের ১২ দোলের মেলায় রয়েছে আর কি কি
পাখির চোখে দেখতে পাবেন ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের ১২ দোলের মেলা। শতাব্দী প্রাচীন এই মেলায় এবার প্রথমবারের মত যুক্ত হয়েছে একটি গগনচুম্বী নাগরদোলা, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে চরম উৎসাহ ও কৌতূহল সৃষ্টি করেছে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রতি বছর দোলযাত্রার সময় কৃষ্ণনগরের রাজবাড়ির আঙিনা ও পার্শ্ববর্তী এলাকায় এই মেলার আয়োজন হয়। স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, মিষ্টান্ন ও নানা রকম বিনোদনমূলক কার্যকলাপের জন্য এই মেলা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে মেলার বিশেষ আকর্ষণ নিঃসন্দেহে বিশালাকৃতির নাগরদোলা।
advertisement
3/6
এই নাগরদোলাটির উচ্চতায় প্রায় ৫০ ফুট। নাগরদোলাটি তৈরি হয়েছে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও স্টিল ফ্রেম দিয়ে। এতে একসঙ্গে একাধিক মানুষ চড়তে পারেন। সন্ধ্যার দিকে লাইন পড়ে থাকছে নাগরদোলায় চড়ার জন্য। বিশেষ করে সন্ধ্যার পর আলোয় সজ্জিত নাগরদোলাটি এক অনন্য দৃশ্যের জন্ম দিচ্ছে।
advertisement
4/6
শুধু একটি নয়, এছাড়াও একাধিক জয় রাইড আনা হয়েছে এই মেলায়। যা কিছু রয়েছে শিশুদের জন্য কিছু রয়েছে প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীদের জন্য। প্রথম দিন থেকেই নিরাপদে চলছে সেই জয়রাইড গুলি।
advertisement
5/6
মেলায় আগত এক দর্শনার্থী, রেণুকা সেন বলেন, “এই প্রথম এত উঁচু নাগরদোলায় চড়লাম। পুরো কৃষ্ণনগর শহর চোখের সামনে চলে এল। দারুণ অভিজ্ঞতা।”
advertisement
6/6
নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেলার প্রতিটি প্রবেশপথে রয়েছে সিসিটিভি নজরদারি, পুলিশের টহল ও আগুন নিবারণের জন্য দমকল বাহিনীর ব্যবস্থা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: ৫ তলা সমান নাগরদোলা! এবার কৃষ্ণনগরের ১২ দোলের মেলায় রয়েছে আর কি কি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল