Nadia News: ৫ তলা সমান নাগরদোলা! এবার কৃষ্ণনগরের ১২ দোলের মেলায় রয়েছে আর কি কি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
পাখির চোখে দেখতে পাবেন ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের ১২ দোলের মেলা।
advertisement
1/6

পাখির চোখে দেখতে পাবেন ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের ১২ দোলের মেলা। শতাব্দী প্রাচীন এই মেলায় এবার প্রথমবারের মত যুক্ত হয়েছে একটি গগনচুম্বী নাগরদোলা, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে চরম উৎসাহ ও কৌতূহল সৃষ্টি করেছে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রতি বছর দোলযাত্রার সময় কৃষ্ণনগরের রাজবাড়ির আঙিনা ও পার্শ্ববর্তী এলাকায় এই মেলার আয়োজন হয়। স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, মিষ্টান্ন ও নানা রকম বিনোদনমূলক কার্যকলাপের জন্য এই মেলা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে মেলার বিশেষ আকর্ষণ নিঃসন্দেহে বিশালাকৃতির নাগরদোলা।
advertisement
3/6
এই নাগরদোলাটির উচ্চতায় প্রায় ৫০ ফুট। নাগরদোলাটি তৈরি হয়েছে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও স্টিল ফ্রেম দিয়ে। এতে একসঙ্গে একাধিক মানুষ চড়তে পারেন। সন্ধ্যার দিকে লাইন পড়ে থাকছে নাগরদোলায় চড়ার জন্য। বিশেষ করে সন্ধ্যার পর আলোয় সজ্জিত নাগরদোলাটি এক অনন্য দৃশ্যের জন্ম দিচ্ছে।
advertisement
4/6
শুধু একটি নয়, এছাড়াও একাধিক জয় রাইড আনা হয়েছে এই মেলায়। যা কিছু রয়েছে শিশুদের জন্য কিছু রয়েছে প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীদের জন্য। প্রথম দিন থেকেই নিরাপদে চলছে সেই জয়রাইড গুলি।
advertisement
5/6
মেলায় আগত এক দর্শনার্থী, রেণুকা সেন বলেন, “এই প্রথম এত উঁচু নাগরদোলায় চড়লাম। পুরো কৃষ্ণনগর শহর চোখের সামনে চলে এল। দারুণ অভিজ্ঞতা।”
advertisement
6/6
নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেলার প্রতিটি প্রবেশপথে রয়েছে সিসিটিভি নজরদারি, পুলিশের টহল ও আগুন নিবারণের জন্য দমকল বাহিনীর ব্যবস্থা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: ৫ তলা সমান নাগরদোলা! এবার কৃষ্ণনগরের ১২ দোলের মেলায় রয়েছে আর কি কি