Hooghly Winter Update: ৪৮ ঘন্টায় বদলাবে হুগলির আবহাওয়া, জাঁকিয়ে শীত! কত ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা জানালো আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Winter Update: ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে দেখা যাচ্ছে। মেঘের ঘনঘটা কাটিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নামছে হুগলিতেও।
advertisement
1/5

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে দেখা যাচ্ছে। মেঘের ঘনঘটা কাটিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নামছে হুগলিতেও।
advertisement
2/5
চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত সেই ভাবে তাপমাত্রার পারদ নামতে দেখা না গেলেও বুধবার থেকে হুগলিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বুধবার যেখানে হুগলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গায় বৃহস্পতিবার আরও এক ডিগ্রি কমেছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
advertisement
4/5
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন হালকা মেঘলা আকাশের দেখা মিললেও কোনওরকম সতর্কতা নেই হুগলি জেলার জন্য। আংশিকভাবে মেঘলা আকাশ ছাড়া দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকবে।
advertisement
5/5
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার হুগলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ একই রকম থাকলেও শনিবার থেকে তা আরও কমবে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে পৌঁছবে। রবিবারও আবহাওয়া একই রকম থাকার পর সোমবার থেকে পুনরায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। বলা যেতে হুগলিতে জাঁকিয়ে শীতের জন্য হয়তো আরও কয়েকদিনের অপেক্ষায় থাকতে হবে বাসিন্দাদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Winter Update: ৪৮ ঘন্টায় বদলাবে হুগলির আবহাওয়া, জাঁকিয়ে শীত! কত ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা জানালো আবহাওয়া দফতর