উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ১১ নম্বর স্যান্ডেলার বিল গৌড়েশ্বর নদীতে জাল ফেলেছিলেন মৎস্যজীবী যামিনী। তাঁর জালেই ধরা পড়ল প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকারের বিরল প্রজাতির কচ্ছপ। মৎস্যজীবী যামিনী মন্ডল বলেন, তিনি প্রায় ৩০ বছর ধরে নদীতে জাল পেতে আসছেন। তবে নিজের জীবনে এমন বিরল প্রজাতির কচ্ছপ এই প্রথম দেখলেন।
advertisement
আরও পড়ুনঃ আমডাঙায় পাটের গোডাউনে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার পাট, চক্রান্তের অভিযোগ ব্যবসায়ীর
ঘটনার ব্যাখ্যা দিয়ে এই মৎসজীবী বলেন, তিনি যখন নদীতে জাল তুলতে গিয়েছিলেন, সেই সময়ই বুঝতে পারেন জালে কিছু একটা ধরা পড়েছে। তাঁর একার দ্বারা সেটা তোলা সম্ভব নয়। একথা বুঝে তিনি গ্রাম থেকে লোক ডেকে নিয়ে যান। এরপর তাঁরা গিয়ে ওই বিশালাকার কচ্ছপ উদ্ধার করেন।
জাল তোলা মাত্রই দেখা যায়, বিশাল এক কচ্ছপ ধরা পড়েছে। তবে দীর্ঘক্ষণ জলে থাকার জন্য জালেই মারা যায় এই বিরল প্রজাতির কচ্ছপ। রবীন্দ্রনাথ মণ্ডল, মালতি বিশ্বাস নামে স্থানীয়রা জানান, এমন বিরল প্রজাতির কচ্ছপ এই প্রথম দেখছেন। প্রায় ৪০ কেজি ওজনের এই কচ্ছপ দেখার জন্য এদিন প্রচুর মানুষের ভিড় জমে যায়।
