সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয় হাওড়ায়। সকালে গিয়েই দেখা যায়, ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে ATM-এর বোর্ড। বাঁকড়া মুন্সীডাঙ্গার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ATM এ আগুন ঘিরে বাধে রহস্য। ATM-এ চুরি করেই কি আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা? তেমনটাই প্রাথমিক তদন্তে দাবি পুলিশ ও দমকল কর্তৃপক্ষের। ভোর রাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে ATM। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। চালু ATM এর শাটার নামালো কে? সেই প্রশ্নই উঠছে।
advertisement
আরও পড়ুন: শিক্ষকদের চাকরি বহাল! প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে
আগুন ঘিরে সামনে আসছে কয়েকটি প্রশ্ন। ভিতরে আগুন লাগলেও বাইরের বোর্ড ভাঙল কে?
ATM মেশিন আগুনে পুড়লেও টাকার বক্সে নেই কোনও পুড়ে যাওয়ার টাকার চিহ্ন। সেটা কেন?
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তারফে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য ও সিসিটিভি র ফুটেজ চেয়েছে পুলিশ।
