Holi News: ব্রজের হোলি খেলতে বৃন্দাবনে জড়ো হন সারাদেশের মানুষ, দেখুন এক্সক্লুসিভ সব ছবি
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
এই সময়ে মানুষ ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে হোলি খেলায় মেতে ওঠে। সামাজিক নিয়ম কানুন বিধি নিষেধের চোখ রাঙানি এই সময় উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এই প্রাচীন প্রথাকে সম্মান এর সঙ্গে পালন করে আসছে বৃন্দাবনবাসী।
advertisement
1/10

মথুরা-বৃন্দাবনে শুরু হয়ে গিয়েছে রঙের খেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন পুণ্যার্থীরা।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/10
কেউ কেউ নিজেদের রাঙিয়ে নিয়েছেন শ্যামের গোপাঙ্গনার বেশে। ফাল্গুনের রঙে রঙিন বৃন্দাবন ও মথুরা।
advertisement
3/10
সারা ভারতে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় হোলি কারণ এটা ভারতের অন্যতম প্রধান বড় উৎসব।
advertisement
4/10
এই দিনে রাধা কৃষ্ণ এক সঙ্গে গোপিনিদের সঙ্গে আবিরের রঙে মেতে উঠেছিলেন। ভারতে খুব বড় করে দোল উৎসব হয় বৃন্দাবনে।
advertisement
5/10
এখানে বহু মানুষের সমাবেশ হয় হোলির সময়। এখানে এক সপ্তাহ আগে থেকেই হোলি উৎসব পালিত হয়।
advertisement
6/10
হোলির আগে যে একাদশী হয় আসে সেই একাদশী থেকে এই উৎসব পালন শুরু হয়।
advertisement
7/10
এখানে রঙের উৎসব হোলির আগে খেলা হয় ফুলের হোলি। পুরোহিত মশাই বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়ে তারপরে এই খেলার সূচনা করেন।
advertisement
8/10
এই বিশেষ দিনে এখানকার মানুষ একে অপরের মুখে আবির লাগিয়ে দেন। রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে সম্মান দিতে এখানে বিশেষ উৎসাহের সঙ্গে হোলি পালন করা হয়।
advertisement
9/10
হোলির সঙ্গে পালিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে থাকে গান, নিত্য পরিবেশন এবং ভজন ভক্তিগীতি। অনুষ্ঠান শেষে তাকে খাবারের ব্যবস্থা।
advertisement
10/10
এই সময়ে মানুষ ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে হোলি খেলায় মেতে ওঠে। সামাজিক নিয়ম কানুন বিধি নিষেধের চোখ রাঙানি এই সময় উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এই প্রাচীন প্রথাকে সম্মান এর সঙ্গে পালন করে আসছে বৃন্দাবনবাসী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Holi News: ব্রজের হোলি খেলতে বৃন্দাবনে জড়ো হন সারাদেশের মানুষ, দেখুন এক্সক্লুসিভ সব ছবি