TRENDING:

Bardhaman Airstrip: বর্ধমানে জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এক বিমানঘাঁটি! কোথায়, কেন! ঠাসা ইতিহাস জেনে ঘুরে আসতে পারেন

Last Updated:
Bardhaman Airstrip: বর্ধমানের এই ইতিহাস হয়ত জানা নেই অনেকেরই। জানেন কি? বর্ধমানের মধ্যেও রয়েছে এয়ারস্ট্রিপ
advertisement
1/6
বর্ধমানে জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এক বিমানঘাঁটি! কোথায়, কেন! ঠাসা ইতিহাস জেনে ঘুরে আসুন
বর্ধমানের এই ইতিহাস হয়ত জানা নেই অনেকেরই। জানেন কি? বর্ধমানের মধ্যেও রয়েছে এয়ারস্ট্রিপ। হ্যাঁ বর্ধমানের গুসকরার কাছে ওরগ্রাম জঙ্গল থেকে স্বল্প দূরত্বে রয়েছে গুসকরা এয়ারফিল্ড।
advertisement
2/6
গুসকরা এয়ারফিল্ড হল পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম জঙ্গলের মধ্যে অবস্থিত একটি পরিত্যক্ত বিমানঘাঁটি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে মার্কিন বায়ুসেনা দ্বারা ব্যবহৃত হয়েছিল। একেবারে ফাঁকা নির্জন রাস্তা, দু-পাশে ঘন জঙ্গল। জঙ্গল পেরিয়ে কিছু জনবসতি ঘেরা এলাকা পার করলেই চোখে পড়বে গুসকরা এয়ারস্ট্রিপ বা এয়ারফিল্ড।
advertisement
3/6
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধের প্রয়োজনে তৈরি হওয়া সেই বিমানঘাঁটির অবশিষ্টাংশ এখনও দেখা যায়। বর্তমানে জায়গাটি পরিত্যক্ত হলেও, বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গার সঙ্গে।
advertisement
4/6
তৎকালীন বার্মা, চিন, ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডে নজরদারির জন্যই মূলত এমন একটা জায়গায় ঘন জঙ্গলের মধ্যে তৈরি করা হয়েছিল এয়ারস্ট্রিপটি। সেখান থেকে বোমারু বিমানে করে শত্রুপক্ষের উপর নজরদারির দায়িত্বে ছিল মার্কিন সেনার 'রেড হক' বাহিনী।
advertisement
5/6
১৯৪৫ সালের আগস্ট মাসে মিত্রশক্তির কাছে আত্মসমপর্ণ করল জাপান। প্রায় ছয় বছর ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটল। তার সঙ্গে সঙ্গেই প্রয়োজন ফুরিয়ে এল আকাশপথে নজরদারির। সেই সময়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে বর্ধমানের এই গুসকরা এয়ারস্ট্রিপের আর কোন প্রয়োজন ছিলনা। সেই থেকে আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই জায়গা।
advertisement
6/6
এখন এই জায়গা স্থানীয়রা ধান রোদে দেওয়া, ধান ঝাড়ার মত কিছু টুকটাক কাজে ব্যবহার করেন। দূর দূরান্ত থেকেও ছবি তোলার জন্য অনেকে আসেন। বর্ধমানের এই জায়গার সঙ্গে আজও জড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, যা ঐ জায়গায় গেলেই বোঝা যায়। পূর্ব বর্ধমানের ওরগ্রাম জঙ্গলের কাছেই এই পরিত্যক্ত বিমানঘাঁটি রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman Airstrip: বর্ধমানে জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এক বিমানঘাঁটি! কোথায়, কেন! ঠাসা ইতিহাস জেনে ঘুরে আসতে পারেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল